নির্বাচকদের উপর চাপ বাড়িয়েই যাচ্ছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তুষার ইমরান, অলক কাপালিদের সঙ্গে সেই দলে আছেন শাহরিয়ার নাফীস। ঘরোয়া ক্রিকেটে কথা বলছে তাদের ব্যাট। যদিও তাতে খুলছে না জাতীয় দলের দরজা। ভারত ও শ্রীলঙ্কা সিরিজের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দলে না রাখা হলেও খেলে যাচ্ছেন দাপটে। এই যেমন মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচে নাফীস করলেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি। বিকেএসপি তিন নম্বর মাঠে দক্ষিণাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে করেন অপরাজিত ২০৭ রান।
এটি জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ২০১৫ সালে জাতীয় লিগে বরিশালের হয়ে খুলনার বিপক্ষে ২১৯ করেন তিনি।
অাগের দিনই নাফীস অপরাজিত ছিল ১৭০ রানে। তৃতীয় দিন বোলার সাদমান ইসলামকে চার মেরে করেন ডাবল সেঞ্চুরি। খেলেন ২৯৬ বল।
২০৭ রানের ইনিংসটির পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান পেরিয়ে যান তিনি। ম্যাচে দক্ষিণাঞ্চল ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৭৪৯ রান তুলে। যা কীনা বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। ২০১৩-১৪ জাতীয় লিগে রাজশাহীর সঙ্গে ৬ উইকেটে ৭৫৬ দলীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ে ঢাকা।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনটি ডাবল সেঞ্চুরি করার রেকর্ড আগের দিনই স্পর্শ করেন তুষার ইমরান। সমান দ্বি-শতক আছে মোসাদ্দেক হোসেন ও অলক কাপালির।
Discussion about this post