ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পথ হারিয়েই ফেলেছিল বেক্সিমকো ঢাকা। তবে হার মানে নি। লড়াইয়ে ফিরেছে মুশফিকুর রহিমের দল। আরেকটি জয়ে লড়াইয়ে টিকে থাকল তারা। ঢাকাকে ফিফটি করে এগিয়ে নেন ইয়াসির আলি চৌধুরি। এরপর ব্যাট হাতে ঝড় তুলেন আকবর আলি। শেষে বল হাতে দাপট দেখিয়ে বেক্সিমকো ঢাকাকে টানা দ্বিতীয় জয় এনে দিলেন মুক্তার আলি।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ২৫ রানে জিতেছে ঢাকা।
এ অবস্থায় পাঁচ ম্যাচে দ্বিতীয় জয়ে চার নম্বরে উঠে এসেছে মুশফিকের দল। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে রান রেটে এগিয়ে তিন নম্বরে সমান ম্যাচে তৃতীয় হার দেখা মিনিস্টার গ্রুপ রাজশাহী।
ম্যাচে ৩৯ বলে ৯ চার ও এক ছক্কায় ৬৭ রান তুলেন ইয়াসির। এই ব্যাটসম্যানের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন আকবর। তিনি ২৩ বলে দুই ছক্কা ও তিন চারে অপরাজিত ৪৫ রানে। শেষ অব্দি তাদের দাপটে ৫ উইকেটে ১৭৫ রান করে ঢাকা।
ম্যাচে ৩ ছক্কা ও এক চারে ২৪ বলে রনি তুলেন ৪০ রান। ৪০ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৫৮ আসে মাহমুদের ব্যাটে। ৩৭ রানে ৪ উইকেট নেন মুক্তার আলি। রাজশাহী থামে ১৫০ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
বেক্সিমকো ঢাকা: ২০ ওভারে ১৭৫/৫ (নাঈম হাসান ১, মোহাম্মদ নাঈম ৯, মুশফিক ৩৭, তানজিদ ২, ইয়াসির ৬৭, আকবর ৪৫*, মুক্তার ৩*; মেহেদি ৪-০-২৩-১, ইবাদত ৪-০-৩৪-০, সানি ৪-০-২৬-১, ফরহাদ ৪-০-৩৯-১, মুকিদুল ৩-০-৩৮-২, আনিসুল ১-০-১৫-০)
মিনিস্টার গ্রুপ রাজশাহী: ১৯.১ ওভারে ১৫০/১০ (শান্ত ৫, আনিসুল ৬, রনি ৪০, আশরাফুল ১, মাহমুদ ৫৮, মেহেদি ১, সোহান ১১, ফরহাদ ১৪, সানি ৭*, মুকিদুল ৪, ইবাদত ১; রুবেল ৩.১-০-১৫-২, রবি ২-০-১৭-১, নাসুম ৪-০-৩৫-০, শফিকুল ৪-০-৩১-৩, নাঈম হাসান ২-০-১৪-০, মুক্তার ৪-০-৩৭-৪)
ফল: বেক্সিমকো ঢাকা ২৫ রানে জয়ী
ম্যাচসেরা: ইয়াসির আলি চৌধুরি
Discussion about this post