ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পরিবর্তনের ইঙ্গিতটা আগেই দিয়েছিল টিম ম্যানেজম্যান্ট। শেস পর্যন্ত শুক্রবার ছুটির দিনে তিনটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ওয়ানডেতেও টস ভাগ্য ছিল মাশরাফি বিন মর্তুজার পাশে। বাংলাদেশ অধিনায়ক চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে বল হাতে নিয়েছেন।
রাতে শিশির পড়লে বিপাকে পড়বেন বোলাররা এ কারণেই ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে শুরুতেই বিপাকে। ৭ ওভারে ২৩ রান তুলতেই শেষ ২ উইকেট।
ওয়ানডে অভিষেক হচ্ছে অলরাউন্ডার আরিফুল হকের। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে একাদশে আছেন তিনি। একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার আবু হায়দার আর বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। বিশ্রাম গেছেন মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। টানা দুই ম্যাচে শূন্য রান করায় বাদ পড়েছেন ফজলে মাহমুদ রাব্বি।
এদিকে জিম্বাবুয়ে দলে দুই পরিবর্তন। একাদশে ফিরেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগাভারা। বাদ চাটারা ও ব্র্যান্ডন মাভুটা।
বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডেতে এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭১ বার। যেখানে ৪৩টিতে জিতেছে বাংলাদেশ। ২৮টিতে জিম্বাবুয়ে!
বাংলাদেশ একাদশ
লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আবু হায়দার রনি।
জিম্বাবুয়ে একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস ও রিচার্ড এনগারাভা।
Discussion about this post