ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কথায় আছে সকাল নাকি জানিয়ে দেয় দিনটা কেমন যাবে। ঢাকা টেস্টে শনিবার প্রথম দিনের শুরুতেই জিম্বাবুয়ে পথ হারিয়েছিল। দলটির রান যখন ৭ তখনই আনন্দে উইকেট তুলে নেয় বাংলাদেশ। সেই সাফল্যের পথ ধরে মনে হচ্ছিল দিনভরই দাপট দেখাবে টাইগাররা। কিন্তু মিরপুরের হোম অব ক্রিকেটের সবুজ উইকেটে স্বাগতিক বোলারদের বেশ সামাল দিয়েছে জিম্বাবুয়ে।
একমাত্র টেস্টের প্রথম দিন শেষে তাইতো ১ম ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৯০ ওভারে ২২৮ রান। রান রেট ২.৫৩! শতরান তুলে নিয়েছেন ক্রেইগ আরভিন। সত্যিকারের অধিনায়কের মতোই খেলেন তিনি।
দিন শেষে রেগিস চাকাভা ৯ রানে অপরাজিত। সঙ্গে .ডোনাল্ড তিরিপানো (০)।
রান তোলায় ধীরগতি থাকলেও মিরপুরের সবুজ উইকেটে প্রথম দিনের তিনটি সেশন মন্দ কাটেনি জিম্বাবুয়ের। শনিবার সকালে টস ভাগ্যটা সঙ্গে ছিল না বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের। শুরুতে বল করতে নেমে শুরুতেই দল পায় উইকেট। পেসার আবু জায়েদ চৌধুরী রাহি ফেরান ওপেনার কেভিন কাসুজাকে। রাহির অফ স্টাম্পের বাইরের বল সুইং করে কাসুজার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে নাঈম হাসানের হাতে। করেন ২ রান।
এরপরই ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। প্রথম সেশনে ৩০ ওভারে ১ উইকেটে ৮০ রান তুলে। প্রিন্স মাসভাউরে ও অধিনায়ক ক্রেইগ আরভিন দক্ষতার সঙ্গেই সামাল দিলেন সবকিছু। দু’জন মিলে ৯৪ বলে ফিফটি তুলে নেন। ১০৪ বলে নিজের ফিফটি তুলে নেন মাসভাউরে। অন্য প্রান্তে আরভিন খেলেন দেখে-শুনে।
যদিও ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। নাঈম হাসানের পরপর দুই ওভারে জীবন পান প্রিন্স মাসভাউরে। এই ওপেনারের তুলে দেওয়া ক্যাচ হাতে জমাতে পারেননি স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত। তারপরই লিটন দাসও ফেলে দেন বাঁহাতি এই ব্যাটসম্যানের তুলে দেওয়া ক্যাচ।
সেই নাঈম হাসানেরই শিকার মাসভাউরে। শতরানের জুটি গড়ে ফিরেন এ ওপেনার। ১৫২ বলে ৬৪ রান করেন। আরভিনকে নিয়ে মাসভাউরের দ্বিতীয় উইকেট জুটিতে ২৪১ বলে তুলেন ১১১ রান। অভিজ্ঞ ব্রেন্ডন টেলরকেও (১০) ফিরিয়ে দেন স্পিনার নাঈম।
আরভিন ১১৭ বলে করেন ফিফটি। আর ২১৩ বলে এসে দেখা পান শতরানের। এটি তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি। তিনি শেষ বিকেলে এসে ফিরেন ১০৭ রানে। ২২৭ বলের ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি। তাকে ফেরান সেই নাঈম হাসান। বেশ ধৈর্য নিয়ে খেলে গেছেন অধিনায়ক। চারটি উইকেট নেন স্পিনার নাঈম হাসান। দুটি পেসার আবু জায়েদ রাহির। তারপরও সব মিলিয়ে ঢাকা টেস্টের প্রথম দিনটা বেশ কাটল জিম্বাবুয়ের। চাপেই পড়ে গেল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯০ ওভারে ২২৮/৬ (মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেইলর ১০, রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৯*, টিরিপানো ০*; ইবাদত ১৭-৮-২৬-০, আবু জায়েদ ১৬-৪-৫১-২, নাঈম ৩৬-৭-৬৮-৪, তাইজুল ২১-১-৭৫-০)।
Discussion about this post