প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না। সাফল্যের মধ্যে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ হেরে গেল। বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডসদের বিপক্ষে বুধবার ৬০ রানে জিতল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২৪৮ রানের লক্ষ্যে ৩২ বল বাকি থাকতে ১৮৭ রানে অলআউট হয় রূপগঞ্জ।
চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আট ম্যাচে ষষ্ঠ জয়ে শ্রেয়তর নেট রান রেটের সৌজন্যে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠল শেখ জামাল। সমান ম্যাচে এক কম জয়ে রূপগঞ্জ এখন পঞ্চমস্থানে।
এদিন শেখ জামালের সৈকত আলি ৮ চার ও ৪ ছক্কায় তুলেন ১০৬ বলে ৯৩ রান। যদিও রান তাড়ায় রূপগঞ্জের শুরুটা বেশ ভাল ছিল। পাওয়ার প্লেতে কোনো উইকেট পড়তে দেননি তৌফিক খান ও ফারদিন হাসান। এরপর সাইফের অফ স্পিনে সর্বনাশ। মাত্র ১০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সাবেক চ্যাম্পিয়নরা।
৫৫ রানে ৫ উইকেট হারানোর পর আমিনুল ইসলাম বিপ্লব লড়লেন। নবম উইকেট জুটিতে লড়াই করেন আমিনুল ও মেহেদি হাসান রানা মিলে ৯৩ বলে যোগ করেন ৮৮ রান। যদিও তার আগেই সবশেষ। কারণ টপ অর্ডার যে কিছু করতে পারেনি।
চলতি লিগে তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৮৫ বলে ৬৪ রান করে এলবিডব্লিউ আমিনুল বিল্পব। মেহেদি করেন ৩ চার ও ৪ ছক্কায় ৫০ বলে ৪৯ রান।
চলতি ঢাকা লিগে ৮ ম্যাচে শেখ জামালের এটি ষষ্ঠ জয়, পয়েন্ট তালিকার এখন ২ নম্বরে দলটি। অন্যদিকে ৮ ম্যাচে ৫ জয়ে রূপগঞ্জ ৫ নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৫০ ওভারে ২৪৭/৯ (সাইফ ০, সৈকত ৯৩, রবিউল ২, ফজলে মাহমুদ ১৮, সোহান ২৬, ইয়াসির ৪০, তাইবুর ১, জিয়াউর ৪০, টিপু ০, শফিকুল ২* রিপন ১*; আল আমিন ১০-২-৪৪-৪, মেহেদি ৮.৩-০-৫০-০, শহিদুল ১০-০৫৩-১, শুভাগত ১০-১-২৯-১, মাশরাফি ৮-১-৪২-১, রিজওয়ান ১-০-৫-০, আমিনুল ২.৩-০-২০-২)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৪.৪ ওভারে ১৮৭/১০ (ফারদিন ১৬, তৌফিক ২৯, রিজওয়ান ১, সাদমান ৪, আমিনুল ৬৪, শামিম ০, শুভাগত ১২, শহিদুল ২, মাশরাফি ৪, মেহেদি ৪৯, আল আমিন ২*; টিপু ১০-০-২৬-৩, শফিকুল ৫.৪-০-২৬-১, সাইফ ১০-০-৪৪-৩, রিপন ৪-০-২৩-১, তাইবুল ৮-২-৩৬-১, রবিউল ৬-০-২৫-১, ফজলে মাহমুদ ১-০-৫-০)
ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬০ রানে জয়ী
ম্যাচসেরা: সৈকত আলি
Discussion about this post