সিলেট টেস্টের প্রথম দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি কার হাতে — তা এখনো স্পষ্ট নয়। দিন শেষে আয়ারল্যান্ড সংগ্রহ করেছে ৮ উইকেটে ২৭০ রান। দিনজুড়ে ওঠানামা করা লড়াইয়ে শেষ হাসি হেসেছে বাংলাদেশ, তাইজুল ইসলামের শেষ বলের আঘাতে।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন শেষে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে রয়েছে দুই দল। দিন শেষে আয়ারল্যান্ড ৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৭০ রান। দিনের একদম শেষ বলে তাইজুল ইসলামের করা বলে জর্ডান নিল এলবিডব্লিউ আউট হলে অষ্টম উইকেটের পতন ঘটে। রিভিউ নিলেও বাঁচতে পারেননি নিল, ফলে তাইজুলও পান দিনের শেষ উইকেটটি।
দিনের শুরুতে ব্যাট হাতে ভালো সূচনা করতে না পারলেও, মাঝের দিকে কিছুটা ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। দলের হয়ে পল স্টার্লিং ৬০ রান করে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া হ্যারি টেক্টর মাত্র ১ রানে আউট হলেও, কারমাইকেল (৫৯), কার্টিস ক্যাম্ফার (৪৪) ও লরকান টাকার (৪১) দলকে স্থিতি এনে দেন। তৃতীয় সেশনে বল হাতে বাংলাদেশে দলে অভিষিক্ত হাসান মুরাদ জোড়া আঘাত হানেন। তিনি ফিফটির আগে ক্যাম্ফার ও টাকারকে আউট করে আয়ারল্যান্ডকে চাপে ফেলে দেন।
এরপর মেহেদী হাসান মিরাজও তার ঘূর্ণিতে দারুণ ভূমিকা রাখেন। অ্যান্ডি ম্যাকব্রাইনকে ৫ রানে ফিরিয়ে দেন তিনি। দিনের শেষ দিকে জর্ডান নিল ও ব্যারি ম্যাককার্থি মিলে আয়ারল্যান্ডকে বড় ধসের হাত থেকে রক্ষা করেন। তারা অষ্টম উইকেটে একটি কার্যকর জুটি গড়ে প্রথম দিনটি অলআউট না হয়ে শেষ করতে সক্ষম হন। তবে তাইজুলের শেষ ওভারের আঘাতে ভাঙে সেই জুটি। নিল ৬০ বলে ৩০ রান করে আউট হন, অপরপ্রান্তে ৫৬ বলে ২১ রানে অপরাজিত আছেন ম্যাককার্থি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ, তিনি নিয়েছেন ৩ উইকেট। অভিষিক্ত হাসান মুরাদ পেয়েছেন ২ উইকেট, আর তাইজুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ একটি করে উইকেট নিয়েছেন।
প্রথম দিনের শেষে ম্যাচের অবস্থা এমন যে, দ্বিতীয় দিনে দ্রুত বাকি দুই উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ে ভালো শুরু করতে চাইবে বাংলাদেশ।










Discussion about this post