ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর সারা বিশ্ব ফুঁসে উঠেছে বর্ণবাদের বিরুদ্ধে। নানাভাবে অংশ নিচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকা, কিংবদন্তিরাও। এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিমও যোগ দিলেন এ প্রতিবাদে। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বর্ণবাদবিরোধী পোস্ট দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক পোষ্ট দিয়েছেন সেখানে একটা ছবিতে দেখা যায়, ‘একটা সাদা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন জাতীয় দলের এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। প্ল্যাকার্ডে কালো হরফে লেখা, ‘আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন।’
এর আগে এক সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি জানান, ‘ভারতের আইপিএল খেলতে গিয়ে বর্ণবাদী মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। স্যামির দাবি, সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় তাঁকে ও শ্রীলঙ্কান সতীর্থ থিসারা পেরেরাকে ‘কালু’ ডাকা হতো। ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়কের দাবিতে তোলপাড় ক্রিকেট বিশ্ব।’
এদিকে বর্ণবাদ নিয়ে মন্তব্য করেছেন সাবেক উইন্ডিজ তারকা মাইকেল হোল্ডিং, ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ, জাডন সানচো, কোকো গফ, লেব্রন জেমস, মার্কাস থুরাম, ওয়েস্টন ম্যাকেনি প্রমুখ।
Discussion about this post