ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরু হয়ে গেল আবুধাবি টি-টেন লিগের চতুর্থ সংস্করণ। মধ্যপ্রাচ্যের এই টুর্নামেন্টে পুনে ডেভিলসের নেতৃত্বে থাকছেন বাংলাদেশের নাসির হোসেন। দলটির অফিসিয়াল টুইটার ও ফেসবুক পেজে টাইগারদের এই তারকাকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে স্কোয়াড।
যদিও সময়টা ভাল যাচ্ছিল না নাসিরের। ফিটনেসের ঘাটতির কারণে খেলতে পারেন নি দেশের মাঠে দুটি টুর্নামেন্ট। তারপরও টি-টেন লিগে পুনে ডেভিলসে ডাক পেয়ে যান। এবার তো নেতৃত্বও পেলেন। এই দলে আছেন আর্ন্তজাতিক টি-টুয়েন্টির সেরা ব্যাটসম্যান ডেভিড মালান আর পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। তাদেরই অধিনায়ক নাসির। এই দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মনির হোসেন খান।
বৃহস্পতিবার রাত সোয়া আটটায় নাসিরে নেতৃত্বে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকান গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে লড়বে পুনে।
নাসির-মনির ছাড়াও টি-টেন লিগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান, মুক্তার আলী, সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন। মারাঠা অ্যারাবিয়ানসে আছেন মুক্তার আলী ও সোহাগ গাজী। বাংলা টাইগার্স দলে খেলবেন অলরাউন্ডার আফিফ হোসেন ও মেহেদী হাসান।
৬ ফেব্রুয়ারি ফাইনালে শেষ হবে ১০ ওভারের ক্রিকেট লড়াই।
পুনে ডেভিলস দল-
ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, নাসির হোসেন (অধিনায়ক), ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করন কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।
Discussion about this post