অস্টমবারের মতো সার্জারির পথে ছিলেন তিনি। কিন্তু দু’দিন আগেই পেয়েছেন সুখবর। আপাতত সেই শঙ্কা কেটে গেছে। এই দফা অস্ত্রোপচার লাগছে না। ইনজুরির শঙ্কা পেছনে ফেলে মাঠে ফেরার অপেক্ষায় মাশরাফি। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠ মাতাতে চান তিনি। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এই দলেই নাম লিখিয়েছেন মাশরাফি।
ভারতীয় চিকিৎসকের শরণাপন্ন হয়ে পেলেন সুখবর। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে এটিই জানান মাশরাফি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক চিকিৎসা করাতে এখন আছেন ভারতে রয়েছেন। বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি মুর্তজা ডাক্তারের পরামর্শ শেষে সময়টা বেশ কাটাচ্ছেন। স্ত্রী সুমনা হক সুমি ও ছেলে-মেয়েকে নিয়ে দারুণ সময় কাটছে তার।
এরমধ্যে গত শুক্রবার সপরিবারে ঘুরতে যান ভারতের কাশ্মিরে। বরফের মধ্যে খেলায় মেতে উঠে মাশরাফি ও তার স্ত্রী-সন্তানরা। যে ছবি দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার আগে নিজেকে চাঙ্গা করে নিচ্ছেন এই তারকা ক্রিকেটার। ঘুরে দেখলেন তামিলনাড়ু রাজ্যের ঐতিহাসিক নিদর্শন আমির মহলে। মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি সেই ভ্রমণের স্থীর চিত্র পোস্ট করেন ফেসবুকে।
মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি লিখেছেন, ‘মহামান্য আরকোটের যুবরাজের প্রাসাদ চেন্নাইয়ের ঐতিহাসিক আমির মহলে সুন্দর একটি দিন কাটালাম। প্রিন্স অব আরকোটের দেওয়ান, নবাবজাদা মোহাম্মদ আসিফ আলী ও তার পরিবারের কাছ থেকে অসাধারণ আতিথেয়তা পেয়ে আমি খুব বিনীত। এই স্মৃতিগুলো আজীবন আমার হৃদয়ে লালন করব। তিনশ বছরেরও বেশি সময়ের ইতিহাস, বিনম্র একটি পরিবারের সঙ্গে সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার খাওয়া- ধন্যবাদ চেন্নাই তোমাকে।’
দেশে ফিরেই প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত হয়ে যাবেন মাশরাফি। রূপগঞ্জের হয়ে মাঠ মাতাতে তিনি প্রস্তুত। ফেসবুকে লিখেছেন, ‘লাস্ট ৩টা দিন অর্থোপেডিক ডাক্তার, সার্জন, স্পোর্টস মেডিসিন ডাক্তার এবং ফিজিওর সাথে সময় দিয়ে অবশেষে ৮ নম্বর সার্জারি থেকে বিরত থাকলাম। হয়তো পরে কোনো এক সময় দেখা যাবে। আবারও সেই রিহ্যাব শুরু, এর শেষ কোথায় আল্লাহ জানে। আপাতত মাঠ ডাকছে (ডিপিএল) । বাকিটা আল্লাহ ভরসা। লিজেন্ড অব রুপগঞ্জ, ইনশাল্লাহ সি ইউ অন গ্রাউন্ড।’
Discussion about this post