যেখানে একদিকে বাড়ছে ম্যাচ, অন্যদিকে চলছে হিসাব-নিকাশ-বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সূচি যেন দুই ভিন্ন গল্প বলছে। সংযুক্ত আরব আমিরাতে হঠাৎই বাড়ছে টি-টোয়েন্টি ম্যাচ। পাকিস্তান সফর নিয়ে এখনো অজানা-অস্থিরতা।
প্রথমে পরিকল্পনা ছিল, পাকিস্তানে যাওয়ার আগে আমিরাতে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। একটায় জয় পেয়েছে টাইগাররা, আজ দ্বিতীয় ম্যাচ। কিন্তু সেখানেই শেষ নয়-হুট করে যুক্ত হয়েছে আরেকটি ম্যাচ, ২১ মে, সেই শারজাহতেই।
এই বাড়তি ম্যাচের মূল কারণ পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা। আগেই ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনায় সেই সফরের ভবিষ্যৎ পড়ে গিয়েছিল প্রশ্নের মুখে। বাংলাদেশ সরকার সবুজ সংকেত দিলেও সিরিজ সূচি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি ও পিসিবি।
আগে সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ছিল ২৫ মে, নতুন প্রস্তাব এসেছে ২৭ মে থেকে। কিন্তু এই দুই-তিন দিনের ব্যবধানে একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে-এতো আগে পাকিস্তানে গিয়ে কী করবে বাংলাদেশ দল? খেলোয়াড়রা অনিচ্ছুক, বিসিবির বাড়তি খরচও ভাবনার বিষয়।
এমন পরিস্থিতিতে পরিকল্পনায় আসে আরব আমিরাতে আরেকটি ম্যাচ যোগ করার চিন্তা। এতে সময়টা যেমন কাজে লাগবে, তেমনি খরচও কমবে—কারণ ম্যাচ আয়োজনের ব্যয় বহন করবে আমিরাত ক্রিকেট বোর্ড। পাকিস্তান সফর শুধু পিছিয়ে যাচ্ছে না, প্রশ্ন উঠছে ম্যাচ সংখ্যা নিয়েও। সময় স্বল্পতার কারণে হয়তো পাঁচ ম্যাচের বদলে সিরিজটা ছোট হয়ে আসবে-এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Discussion about this post