টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির কোন কমতি রাখতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট দল। দল ঘোষণার পরই পরিকল্পনা পাল্টে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলতে যাওয়ার আগে টাইগাররা যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ক্রিকেট সিরিজে লড়বে দল।
সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করবে বাংলাদেশ দল। অবশ্য সিঙ্গাপুরেও খোঁজ নিয়েছিল বিসিবি। কিন্তু ম্যাচ খেলার সুযোগ মিলবে না বলেই মধ্যপ্রাচ্যে যাচ্ছে দল।
সব ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর দুবাই যাবে টাইগাররা। ২৫ ও ২৭ সেপ্টেম্বর সেখানে স্বাগতিক দলের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন বাংলাদেশ দল। তারপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে টাইগাররা। ২ অক্টোবর ক্রাইস্টচার্চে পৌঁছবে বাংলাদেশ দল।
সংযুক্ত আরব আমিরাতের ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান। তাকে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য সহঅধিনায়ক করা হয়েছে। সাকিব আমিরাতে খেলবেন না।
বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের ২২ তারিখে দুবাই যাওয়ার বিষয়ে একটা পরিকল্পনা রয়েছে। ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত সেখানে থাকবো। ২৮ তারিখ আমরা খুব সম্ভবত ফিরবো। এই সময়ের ভেতর আমাদের অনুশীলন ও দুটো আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেভাবেই আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি।’
এই অনুশীলন পর্বে ও দুই ম্যাচের সিরিজে অধিনায়ক সাকিবকে পাওয়া নিয়ে আছে বড় অনিশ্চয়তা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে অধিনায়ককে আগেই ছুটি দিয়ে রেখেছে বোর্ড।
দুবাই স্পোর্টস সিটিতে অনুশীলন করবে দল। তবে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের জন্য আরব আমিরাতে ক্যাম্প করে কতটা ফলপ্রসূ হবে-এনিয়ে সুজন বলেন, ‘আসলে কন্ডিশনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এখানে আবহাওয়ার কারণে খুব একটা সুযোগ আমরা পাইনি প্র্যাকটিসের। এই বিষয়গুলো বিবেচনা করেই এটা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা, সে অনুযায়ী আমাদের ব্যবস্থা করতে হচ্ছে। কন্ডিশনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, ম্যাচ পরিস্থিতি এবং অন্যান্য যে অনুশীলন সুবিধা দুবাই স্পোর্টস সিটিতে আছে, সেগুলো আমরা কাজে লাগাতে পারব।’
সঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘শুধু যে ওখানকার সুযোগ-সুবিধার জন্যই যাওয়া হচ্ছে, তা নয়। আরও কিছু পরিকল্পনা তো আছে। সব ব্যাপারগুলো ওভাবে সামনে না এনে আমাদের ফোকাস থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে পুরোপুরি তৈরি করা।’
বিশ্বকাপ ও নিউজিল্যান্ড সিরিজের দলের পাশাপাশি স্ট্যান্ড বাই তালিকায় থাকা ৪ ক্রিকেটারকেও এই ক্যাম্পে রাখা হবে।
Discussion about this post