সংযুক্ত আরব আমিরাতে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার আরও কঠিন পরীক্ষায় নামছে বাংলাদেশ। সামনে পাকিস্তান সফর—আর এটাই লিটন দাসদের জন্য হারিয়ে ফেলা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় সুযোগ। তবে এই সফরও সহজ হবে না, বরং আরও বড় চ্যালেঞ্জ।
সাম্প্রতিক ব্যর্থতায় দল নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সেই সমালোচনার চাপ নিয়েই রোববার পাকিস্তানের উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা সালমান আলি আগার নেতৃত্বাধীন শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে।
এরইমধ্যে দল থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার (পিঠের চোট) ও নাহিদ রানা (ব্যক্তিগত কারণ)। নতুন করে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যিনি বর্তমানে পাকিস্তানেই রয়েছেন পিএসএল খেলতে। একই সঙ্গে রিশাদ হোসেনও আছেন সেখানে। আইপিএল শেষে মুস্তাফিজুর রহমান ভারত থেকে সরাসরি পাকিস্তানে যাবেন।
একদিকে পরপর হারের হতাশা, অন্যদিকে নতুন মাটিতে বড় চ্যালেঞ্জ—সব মিলিয়ে পাকিস্তান সফর বাংলাদেশ দলের জন্য এক কঠিন বাস্তবতার নাম।
সিরিজ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
২৮ মে: প্রথম টি-টোয়েন্টি
৩০ মে: দ্বিতীয় টি-টোয়েন্টি
১ জুন: তৃতীয় টি-টোয়েন্টি
ভেন্যু: গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
সময়: প্রতিটি ম্যাচ শুরু হবে রাত ৯টায়
Discussion about this post