ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই অপরিচিত এক নাম কাতার। টেস্ট খেলা তো তাদের জন্য রূপকথা। ওয়ানডেতেও নেই মধ্যপ্রাচ্যের দেশটি। সেই কাতারেই এবার বসবে টেস্ট ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানাল, টেস্ট ভেন্যু হচ্ছে আল আমারাতে ওমান ক্রিকেট একাডেমির এক নম্বর গ্রাউন্ডটি।
সংযুক্ত আরব আমিরাত ও ভারতের পর এবার আফগানিস্তানের নতুন ‘হোম’ ভেন্যু হতে যাচ্ছে ওমান। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তেমন কোন ক্রিকেট অবকাঠামো নেই। এ কারণেই নিজ দেশে খেলতে পারছে না টেস্ট পরিবারের সদস্য আফগানিস্তান।
আল আমারাতে ক্রিকেট একাডেমি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট আয়োজনের জন্য স্বীকৃতি পেয়েছে আইসিসির। মানে আন্তর্জাতিক টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ আয়োজন করতে পারবে ওমান। এই জানুয়ারিতেই ব্যস্ত হয়ে উঠছে দেশটির ক্রিকেট কর্তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে এই মাঠেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ২৬, ২৯ ও ৩১ জানুয়ারি।
এই সিরিজ শেষে মাঠটির টেস্ট অভিষেক। ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আফনিস্তান। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও লড়বে জিম্বাবুয়ে-আফগানরা।
ওমান ক্রিকেটের সচিব মাধু জেসরানি এ নিয়ে বলেন, ‘ওমান ক্রিকেটের জন্য দুর্দান্ত এক অর্জন। দারুণ প্রতিশ্রুতি নিয়ে আমাদের জন্য শুরু হলো নতুন এই বছর। আরব আমিরাত ছাড়া শুধু ওমানই একমাত্র সহযোগী দেশ, যেখানে টেস্ট ম্যাচ হবে।’
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির মানদণ্ড অনুযায়ী সুযোগ-সুবিধা সব সুযোগ-সুবিধা ও অন্যান্য সবকিছু গড়ে তোলার পরই আল আমারাতে ওমান ক্রিকেট একাডেমির এক নম্বর গ্রাউন্ড পেলো এই স্বীকৃতি।
ওমান জাতীয় ক্রিকেট দলের কোচ এবং চিফ ডেভেলপমেন্ট অফিসার দ্বিলীপ মেন্ডিস টেস্ট ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়ার খবরটি জানিয়ে বলেন, ‘তাদের স্বপ্ন সত্যি হলো!’
Discussion about this post