জিম্বাবুয়ের পর এবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও জয় তুলে নিল পাকিস্তান । টানা দুই জয়ে বিশ্বকাপ ক্রিকেটের শেষ আটে খেলার সম্ভাবনা টিকে রইল তাদের। ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা আরব আমিরাতকে হারায় ১২৯ রানে।
বুধবার নেপিয়ারে ম্যাকলিন পার্কে ‘বি’ গ্রুপের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে তুলে ৩৩৯ রান। জবাব দিতে নেমে ৮ উইকেটে ২১০ রান করে আমিরাত।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৫০ ওভারে ৩৩৯/৬ (জামশেদ ৪, শেহজাদ ৯৩, হারিস ৭০, মাকসুদ ৪৫, মিসবাহ ৬৫, আকমল ১৯, আফ্রিদি ২১*, ওয়াহাব ৬*; গুরুগে ৪/৫৬, নাভেদ ১/৫০)
সংযুক্ত আরব আমিরাত: ৫০ ওভারে ২১০/৮ (আমজাদ ১৪, বেরেঙ্গার ২, কৃষ্ণ ০, খুররম ৪৩, শাইমান ৬২, স্বপ্নিল ৩৬, মুস্তফা ০, জাভেদ ৪০, নাভেদ ০*, তৌকির ০*; আফ্রিদি ২/৩৫, সোহেল ২/৫৪, ওয়াহাব ২/৫৪, মাকসুদ ১/১৬, রাহাত ১/৩০)
ফল: আমিরাত ১২৯ রানে জয়ী
ম্যাচসেরা: আহমেদ শেহজাদ।
Discussion about this post