আজ রোববার ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গোটা জাতি স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করছে। বাঙালির স্বাধীনতা অর্জনের পথে এক ইতিহাসখচিত এই দিনে সাধারণ মানুষের মতো ক্রিকেটাররাও একাত্ম হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন দেশের তারকা ক্রিকেটাররা।
তারকা ক্রিকেটার সাকিব আল হাসান তার ভক্তদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! আজ আমাদের মহান সংগ্রামী স্বাধীনতার ৫২তম বার্ষিকী। একটি যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে আজ আমরা একটি রোল মডেল জাতিতে রূপান্তরিত হয়েছি এবং গত পাঁচ দশকে অনেক দূর এগিয়েছি। একটি স্বাধীন জাতি নিশ্চিত করার জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী শহীদদের স্মরণে আজ আমাদের সাথে যোগ দিন এবং আসুন আমরা সবাই বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য আরও প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দিকে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও শুভেচ্ছা জানালেন। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে লিখেছেন, ‘মহান স্বাধীনতা দিবস আজ। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ মুশফিকুর রহিম লেখেন, ‘সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
তারকা ক্রিকেটের লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক ফেসবুকে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। Happy Independence Day’
মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘দেশের ক্রান্তিলগ্নে যখন দেশের সার্বভৌমত্ব বিপর্যয়ের মুখে, সেসময় দেশমাতৃকার প্রয়োজনে অকুতোভয় মুক্তিযোদ্ধারা জীবনের পরোয়া না করেই মুক্তিযুদ্ধের চেতনায় ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বার্থে। স্বাধীনতা দিবসের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান সকল জীবিত ও শহীদ মুক্তিযোদ্ধাদের। তাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি একটি দেশ, একটি পতাকা।’
ওপেনার লিটন কুমার দাস, ‘বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করা আমাদের বীরদের আত্মত্যাগের কথা স্মরণ করছি। আসুন আমরা আজ যে স্বাধীনতা পেয়েছি তা উদযাপন করি এবং আগামীকালের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ার চেষ্টা করি।’
Discussion about this post