ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে দলটি তুলেছে ২৯২ রান।
বিকেএসপিতে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ভালো শুরুর ইঙ্গিত দিলেও বড় ইনিংস খেলতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তানজিদ ২০ রান করে নাহিদ রানার বলে বোল্ড হন। তিন নম্বরে নেমে সৌম্য সরকারও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, ২৭ রান করে মোসাদ্দেক হোসেন সৈকতের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
এরপর ধীরগতিতে ব্যাটিং করে দলের ইনিংস গুছিয়ে নেন সাইফ হাসান। তিনি ৮০ বলে অর্ধশতক পূর্ণ করলেও ইনিংসটিকে খুব বেশি বড় করতে পারেননি। ১০৩ বলে ৬৭ রান করার পর মোসাদ্দেকের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটার। অন্যদিকে, মাহমুদুল হাসান জয় ঝোড়ো ব্যাটিংয়ে ৪৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। তবে ৫৪ বলে ৫৮ রান করে নাহিদের শিকার হন তিনিও।
শেষদিকে ব্যাটারদের অবদানেই ২৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। জাকের আলী অনিক ৩৫ ও শেখ মেহেদী ২৮ রানে অপরাজিত থাকেন। আবাহনীর হয়ে দুটি করে উইকেট নেন নাহিদ ও মোসাদ্দেক।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৯২/৬ (সাইফ ৬৭, জয় ৫৮, জাকের ৩৫*; মোসাদ্দেক ২/৫৭, নাহিদ ২/৭১)
Discussion about this post