এবার আর সমীকরণ মিলল না। হোঁচট খেলো লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারাল নাজমুল হোসেন শান্তর দল।
প্রথম ম্যাচে হারলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চার ম্যাচ জিতেছিল আবাহনী। আজকের জয় তাদের টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করলো ধানমন্ডির দলটি।
২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারায় আবাহনী। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার জিশান আলম ১০০ রানের দুর্দান্ত জুটি গড়েন। ওপেনার জিসান পঞ্চাশের আগে আউট হলেও সেঞ্চুরি তুলেছেন অধিনায়ক শান্ত।
জিশান ৪৩ রান করে আউট হলেও শান্ত দলের হাল ধরেন। এরপর মোহাম্মদ মিঠুন (৩৪) ও শান্ত মিলে ৫০ রানের জুটি গড়েন। ১০৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত, যা এবারের আসরে তার প্রথম শতক। মুমিনুল হকের ৩৫ ও মাহফুজুর রহমানের ৩১ রানের ক্যামিওতে জয় নিশ্চিত হয় আবাহনীর। শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতেই ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় আবাহনী লিমিটেড।
এর আগে ব্যাটিংয়ে নেমে ২৯২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় লিজেন্ডস অব রূপগঞ্জ। তানজিদ হাসান তামিম ২৪ ও সৌম্য সরকার ২৭ রান করেন। এরপর সাইফ হাসান (৬৭) ও মাহমুদুল হাসান জয় (৫৮) ৯৪ রানের দুর্দান্ত জুটি গড়েন। শেষ দিকে জাকের আলির ৩৫ ও শেখ মেহেদী হাসানের ২৮ রান দলকে বড় সংগ্রহ এনে দেয়।
তবে শান্তর সেঞ্চুরির সামনে এই সংগ্রহ যথেষ্ট হয়নি। এই অসাধারণ ইনিংসের জন্য ম্যাচসেরা হন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৯২/৬ (সাইফ ৬৭, জয় ৫৮, জাকের ৩৫*; মোসাদ্দেক ২/৫৭, নাহিদ ২/৭১)
আবাহনী লিমিটেড: ৪৮.৪ ওভারে ২৯৩/৬ (জিসান ৪৩, শান্ত ১০১, মিঠুন ৩৪, মুমিনুল ৩৫*, মাহফুজুর ৩১*; শরিফুল ২/৩৭, মেহেদী ২/৫৩)
ফল: আবাহনী ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত
Discussion about this post