প্রায় নয় বছর নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের পর এবার নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন হান্নান সরকার। সাবেক এই ক্রিকেটার এবার কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের প্রধান কোচ হিসেবে।
শুক্রবার (৭ জানুয়ারি) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন মৌসুমেই আবাহনীর হয়ে কাজ শুরু করবেন হান্নান। তাকে সহায়তা করবেন সহকারী কোচ তারেক আজিজ খান।
এর আগে বিসিবির নির্বাচক পদ ছাড়ার সময় হান্নান জানিয়েছিলেন, কোচিংয়ের প্রতি তার ঝোঁক রয়েছে এবং ভবিষ্যতে এই পেশায় পুরোপুরি মনোযোগ দিতে চান। তার মতে, দেশের ক্রিকেটের উন্নতির জন্য স্থানীয় কোচদের আরও বেশি সুযোগ দেওয়া প্রয়োজন, আর তিনিও সেই সুযোগের সদ্ব্যবহার করতে চান।
তবে এই সিদ্ধান্ত তিনি এক বা দুই দিনে নেননি। তিন মাস ধরে বিসিবির সঙ্গে আলোচনা করেই এ পথে এগিয়েছেন। হান্নান মনে করছেন, এখনই উপযুক্ত সময় কোচিং ক্যারিয়ার শুরুর। সামনে বিসিএল, এইচপি ক্যাম্প কিংবা এসসিএলের মতো টুর্নামেন্টেও কাজ করার সম্ভাবনা রয়েছে তার।
Discussion about this post