সত্যিকার অর্থেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট খেলে এবার উঠে এসেছে চূড়ায়। ছুঁয়ে ফেলেছে শীর্ষে থাকা আবাহনী লিমিটেডকে। শুক্রবার ছুটির দিনে ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে লিজেন্ডসরা। বল হাতে আসিফ হাসান ও মোহাম্মদ শহীদ প্রতিপক্ষকে কোনাঠাসা করে ফেলেন। এরপর ব্যাট হাতে ছন্দে থাকা আবদুল মজিদ আবারো সেই ধারাবাহিকতা ধরে রেখে লড়ে যান। তারই পথ ধরে ৭ উইকেটে অনায়াস জয় তুলে নেয় সাবেক চ্যাম্পিয়নরা। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার সিক্সে ওঠা নিশ্চিত করল লিজেন্ডস অব রূপগঞ্জ।
এ জয়ে পয়েন্টের লড়াইয়ে শীর্ষে থাকা আবাহনীকে ছুঁয়ে ফেলেছে রূপগঞ্জ। দুই দলেরই পয়েন্ট ১০ ম্যাচে ১৪। তবে রান রেটে খানিকটা পিছিয়ে নাঈম ইসলামের দল।
শুক্রবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে বল হাতে শুরুতেই ব্রাদার্সকে চাপে ফেলেন রূপগঞ্জের বোলাররা। তারই পথ ধরে ৪৮.১ ওভারে মাত্র ১৭৮ রানে অলআউট হয় দলটি। রূপগঞ্জের মোহাম্মদ শহীদ ৪১ রানে ও আসিফ হাসান ২৩ রানে নেন ৪টি করে উইকেট। এরপর সহজ লক্ষ্যে পৌঁছাতে লিজেন্ডসরা খেলে মাত্র ৩৭.৩ ওভার। হারায় ৩ উইকেট। মজিদ ১১০ বলে ৫ চার ও ৭ ছয়ে অপরাজিত ৯৪ রানে।
এদিনও মজিদ ছিলেন অপ্রতিরোধ্য। তবে ইনিংসের শুরুতেই সতীর্থ সালাউদ্দিন পাপ্পু বিদায় নেন। তারপর মোহাম্মদ নাইমের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন। যেখানে নাইম ফিরেন ৩২ রানে।
মজিদ ৮০ বলে ৩ চার ও ৩ ছয়ে পূর্ণ করেন এবারের ডিপিএলে নিজের পঞ্চম হাফসেঞ্চুরি। এরই মধ্যে ৩৬ রানে বিদায় নেন নাঈম ইসলাম। তবে বাকীটা পথ পারভেজ রসুলকে নিয়ে পাড়ি দেন মজিদ।
এরআগে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স শেষ ২৮ রানে হারায় ৭ উইকেট। আসিফ আর শহীদের বোলিংয়ের সামনে তারা ছিল অসহায়। ম্যাচসেরা আসিফ ২৩ রানে নিয়েছেন ৪ উইকেট। পেসার শহীদ ৪ উইকেট তুলেন ৪১ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স ইউনিয়ন: ৪৮.১ ওভারে ১৭৮ (মিজানুর ৬৩, জুনায়েদ ২৬, মাইশুকুর ১২, দেবব্রত ৩১, কাপালী ২০, ইয়াসির ১৪, শুভ ০, সাজ্জাদ ১, রনি ০, শাখাওয়াত ১, খালেদ ১; শহীদ ৪/৪১, রসুল ২/৩১, মোশাররফ ০/৩৯, আসিফ ৪/২৩, রাসেল ০/৩৬)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৩৭.৩ ওভারে ১৮৩/৩ (পাপ্পু ৮, মজিদ ৯৪*, নাইম ৩২, নাঈম ৩৬, রসুল ৭*; শুভ ১/৪১, খালেদ ০/২৯, সাজ্জাদ ০/৪৬, শাখাওয়াত ১/২৯, কাপালী ০/২৯, রনি ০/৭)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আসিফ হাসান
Discussion about this post