ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আইসিসির নিষেধাজ্ঞা থেকে সাকিব আল হাসানের মুক্তি পাওয়ার কথা এ মাসের শেষ দিকে। ব্যাপারটি মাথায় রেখে গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন তিনি। চেনা পরিবেশে ফিরতে এ তারকা গত ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে শুরু করেছিলেন অনুশীলন। এরইমধ্যে অনেকেই তাকে দেখার আশা করেছিলেন শ্রীলঙ্কা সফরে। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে টাইগারদের এ সফর ভেস্তে গেছে। তাই সাকিবের অনুশীলনেও পড়েছে বিরতি। এজন্য নাকি তিনি সিদ্ধান্ত নিয়েছেন ফের যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার। শুক্রবার ভোর রাতে তিনি ঢাকা ছাড়ছেন বলে জানা গেছে পারিবারিক সূত্রে।
এবার দেশে ফিরেই সাভারের বিকেএসপিতে ২৫ দিনের অনুশীলনে ছিলেন সাকিব। যেখানে তার পাশে ছিলেন শৈশবের দুই কোচ নাজমুল আবেীন ফাহিম ও মোহাম্মদ সালাহউদ্দিন।
করোনাকালিন সময়ে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রেই ছিলেন সাকিব। সেখানেই দ্বিতীয় সন্তানের মুখ দেখেন এ তারকা। কিন্তু দেশে ফিরে অনুশীলন শুরুর তাড়া থাকায় এ তারকা পরিবারের নতুন অতিথিকে বেশি সময় দিতে পারেননি। হয়তো তাই ফের যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব।
সবকিছু ঠিক আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন সাকিব। এরপরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন। কিন্তু আপাতত টাইগারদের নেই কোন সিরিজ। যে কারণে এ অলরাউন্ডারকে দেখা যেতে পারে বিসিবির পরিকল্পিত কর্পোরেট টি-টোয়েন্টিতে। এজন্য হয়তো দ্রুতই আবার যুক্তরাষ্ট্র থেকে তিনি ফিরবেন দেশে।
Discussion about this post