ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে সাত বছর ছিলেন নির্বাসনে। সদ্যই শেষ হয়েছে সেই নির্বাসন। তাই সঙ্গে সঙ্গেই শান্তাকুমারণ শ্রীশান্ত জানিয়ে দিয়েছেন নিজের ইচ্ছেটার কথা। আবারও বল হাতে ছুটে যেতে চান বাইশ গজে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যানের দিকে।
দুদিন আগে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন শ্রীশান্ত। শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রিকেটে ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন তিনি। মাঠে ফিরতে বিশ্বের যেকোনো প্রান্তে যেতে রাজি এই পেসার, ‘যেখানে আমায় ডাকবে আমি খেলতে চলে যাব। আমি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিভিন্ন এজেন্টের সঙ্গে কথা বলছি। কারণ আমি এসব দেশের ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলতে চাই। আমার লক্ষ্য নিজ দেশের হয়ে ২০২৩ বিশ্বকাপ খেলা। আরেকটা ইচ্ছা হলো লর্ডসে ম্যাচ খেলা, যেখানে এমসিসি বিশ্ব একাদশের বিপক্ষে খেলবে।’
রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিতে স্পট ফিক্সিং করছেন শ্রীশান্ত, এমন অভিযোগে তাকে ছাড়াও তাঁর দুই সতীর্থ অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে গ্রেপ্তার করে পুলিশ। শাস্তি হিসেবে শ্রীশান্তকে আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল বিসিসিআই। তবে এই সিদ্ধান্ত মেনে নেননি শ্রীশান্ত। দীর্ঘ আইনি লড়াই শুরু করেছিলেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। ফলে ২০১৫ সালে শ্রীশান্তকে সকল অভিযোগ থেকে খালাস করে দিল্লির একটি বিশেষ হাইকোর্ট।
পরে আবার হাইকোর্টের একটি বিভাগীয় বেঞ্চ শাস্তি নতুন করে বহাল করে। তা দেখে শ্রীশান্ত আবার আরজি করেন সুপ্রিম কোর্টে। ২০১৮ সালে শ্রীশান্তের ওপর থাকা আজীবন নির্বাসনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বিসিসিআইকে নির্দেশ দেয় কেরালার হাইকোর্ট। সে নির্দেশের প্রেক্ষিতে শ্রীশান্তের শাস্তির মেয়াদ কমে সাত বছরে নেমে আসে। গত ১৩ সেপ্টেম্বর সেই মেয়াদকাল শেষ হয়েছে।
ভারতের জার্সিতে শ্রীশান্ত ২৭ টেস্ট, ৫৩ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলেছেন। উইকেট নিয়েছেন যথাক্রমে ৮৭, ৭৫ ও ৭টি করে।
Discussion about this post