নিজের চেনা সেই ক্রিকেট মাঠে গত আগষ্ট থেকেই ফিরেছেন তিনি। মোহাম্মদ আশরাফুল ফিরে ব্যাট হাতে নিজের অস্তিত্বের জানানও দিচ্ছেন। যদিও ম্যাচ ফিক্সিংয়ের সেই কলঙ্কের জন্য আরো দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে তার ওপর নিষেধাজ্ঞা আছে। এরইমধ্যে গতপরশু মিরপুরে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। এবার খেলতে যাচ্ছেন দেশের বাইরে।
বিশ্ব একাদশের হয়ে খেলার সুযোগ পেলেন আশরাফুল। যে ম্যাচটি হবে কাতারে। মধ্যপ্রাচ্যের দেশটির জাতীয় দিবস উপলক্ষ্যে একটি টুর্নামেন্ট আয়োজিত হবে। যার নাম ‘ন্যাশনাল ডে ক্রিকেট কাপ’। স্থানীয় দল বিশ্ব একাদশের বিপক্ষে একটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। সেই ম্যাচে পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদির সঙ্গে বিশ্ব একাদশের হয়ে খেলবেন আশরাফুল। যেখানে আরেক টাইগার ক্রিকেটার মোহাম্মদ শরীফও থাকছেন।
১৬ ও ১৮ ডিসেম্বর এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর টি-টুয়েন্টি এবং ১৮ ডিসেম্বর ওয়ানডে ম্যাচটি হবে।
বিশ্ব একাদশ: শহিদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ইউসুফ পাঠান, মোহাম্মদ কাইফ, লক্ষ্মীপতি বালাজি, হার্শেল গিবস, ইমরান তাহির, নওরোজ মঙ্গল, লিয়াম প্লাঙ্কেট, সালমান বাট, আবদুল রাজ্জাক, শোয়েব মাকসুদ, কামরান আকমল, উমর আকমল, মোহাম্মদ সামি, সাঈদ আজমল, ফাওয়াদ আলম, মোহাম্মদ শরিফ, জেরোমি টেলর, কেসরিক উইলিয়ামস, পারভেজ মারুফ এবং চামিন্দা ভাস।
Discussion about this post