ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক টেস্টের সিরিজ ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ। আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিনও দেখছেন সে স্বপ্ন। বৃহস্পতিবার মিরপুরে এমনটাই জানিয়েছেন তারা।
টি-টোয়েন্টিতে নিজেকে বেশ আগেই প্রমাণ করেছেন আফিফ। এবার তার চোখ ওয়ানডেতে। সুযোগ পেলে সেখানে নিজেকে মেলে ধরার চেষ্টা করবেন তিনি, ‘আমাদের সেরা ক্রিকেট খেললে অবশ্যই হোয়াইটওয়াশ সম্ভব। সুযোগ হলে সেরা পারফরম্যান্স করার চেষ্টা থাকবে। দল যে পরিকল্পনা করবে, যে দায়িত্ব আমাকে দেবে, সে অনুযায়ী খেলার চেষ্টা করব।’
গত সাত মাস মূলত চোটের কারণে ওয়ানডে খেলতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন। তবে এবার ৫০ ওভারের ক্রিকেটে ফিরেছেন তিনি। নিজের পুরনো চেহারায় আবার দেখতে চান তিনি, ‘চোটের কারণে হয়তো পাঁচ মাস বাইরে ছিলাম। কিন্তু একবার বাজে পারফরম্যান্সের কারণে দলের বাইরে ছিলাম ৮ মাস। আমি এসবে অভ্যস্ত। এখন হয়তো চোট থেকে ফিরছি। আগেও এমন হয়েছে। এসব আসলে চাপ না। পেশাদার হিসেবে এটাই সত্যি। ভালো খেললে থাকব, খারাপ খেলবে বাইরে চলে যাব।’
সিলেটে আগামী ১ মার্চ শুরু জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দলের প্রায় প্রতিটি ক্রিকেটারের মুখেই শোনা যাচ্ছে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের কথা। সাইফউদ্দিনও মনে করেন সেটি খুবই সম্ভব। তবে সতর্কতা হিসেবে এটিও মনে করিয়ে দিলেন, খেলাটার নাম ক্রিকেট, ‘অবশ্যই সম্ভব (হোয়াইটওয়াশ)। তুলনামূলকভাবে আমরা জিম্বাবুয়ে থেকে অনেক এগিয়ে। মাঠের পারফরম্যান্সের দিক থেকে, টেস্টে ভালো করেছি। ওয়ানডেতেও শেষ কয়েকবারের দেখায় হোয়াইটওয়াশ করেছি। আমরা আশাবাদী হোয়াইটওয়াশ করতে পারব। তবে ক্রিকেট খেলা, কিছুই কিন্তু বলা যায় না।’
সাইফ আরো বলেন, ‘জিম্বাবুয়েকে খাটো করে দেখার কিছু নেই। ইংল্যান্ডের মতো দলও কিন্তু নেদারল্যান্ডসের কাছে হেরেছিল টি-টুয়েন্টিতে। এসব তো জোর গলায় বলা কঠিন। তবে আমরা হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই খেলব।’
এদিকে ওয়ানডে দলে সুযোগ পেয়ে রোমাঞ্চিত মোহাম্মদ নাঈম শেখ। এ ডানহাতি ওপেনার সুযোগ পেলে নিজেকে ৫০ ওভারের ক্রিকেটে সেরাটা দিতে চান। তবে তার চোখ সফরকারীদের হোয়াইটওয়াশের দিকে, ‘অফ সময়ে আমি যতটুকু প্রস্তুতি নিয়েছি সে অনুযায়ী কাজে লাগানোর চেষ্টা করব। জিম্বাবুয়ে ওয়ানডেতে ভালো দল। আমরা চেষ্টা করব ওদের হোয়াইটওয়াশ করত।’
Discussion about this post