ভারতের বিপক্ষে ঘরের মাঠে বহুল প্রতীক্ষিত সিরিজ আপাতত আর হচ্ছে না। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির এই দ্বিপাক্ষিক সিরিজটি স্থগিত হয়ে গেছে। তবে শূন্য এই সময়টা পুরোপুরি নষ্ট না করে কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা এখন জাতীয় দলের জন্য নতুন কোনো প্রতিপক্ষ বা বিকল্প সিরিজ খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, আগস্টে জাতীয় দলের খেলার সুযোগ তৈরি করতে চেষ্টা চলছে আন্তর্জাতিক বা ঘরোয়া আয়োজনের। কোনো দল না পাওয়া গেলে জাতীয় দলকে ‘এ’ দলের সঙ্গে ম্যাচ খেলানোর কথাও ভাবা হচ্ছে।
মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, আগের মতো এবারও জাতীয় দল ‘এ’ দলের সঙ্গে কিছু ম্যাচ খেলতে পারে। তবে এখন আমরা চেষ্টা করছি, কোনো দলের সঙ্গে খেলার সুযোগ আছে কি না বা বিদেশে গিয়ে কিছু ম্যাচ খেলা যায় কি না। কোনোভাবেই যদি সম্ভব না হয়, তখন ইন্টারনাল ম্যাচ আয়োজন করব।’
আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ এবং অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই বড় টুর্নামেন্টের আগে চূড়ান্ত দল গঠনের পথে পরীক্ষা-নিরীক্ষা নয়, বরং স্থায়িত্ব এবং ধারাবাহিকতা চাইছে বিসিবি। সে কথাই জানিয়ে দিয়েছেন নাজমূল ফাহিম, ‘এশিয়া কাপের আগে আমরা একটা কমপ্লিট দল দাঁড় করাতে চাই। এরপর যতটা সম্ভব পরিবর্তন এড়াতে চাই। বিশ্বকাপ পর্যন্ত যেন দলটা একটা ছন্দে থাকে, সেটা আমাদের লক্ষ্য।’
তবে প্রস্তুতির পথটা খুব সহজ নয়। বৃষ্টির কারণে উইকেট কাভারে ঢাকা থাকায় ব্যাটিং সহায়ক পিচ তৈরি করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিসিবি চেয়েছিল টি-টোয়েন্টি খেলার জন্য ভালো উইকেট তৈরি করতে, যাতে খেলোয়াড়রা ম্যাচ অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের তৈরি করতে পারেন।
এই অবস্থায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ এখন জাতীয় দলের জন্য বড় পরীক্ষার মঞ্চ। পাকিস্তান দল ইতিমধ্যে বাংলাদেশে এসে গেছে। অন্যদিকে, শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল আগামীকাল দেশে ফিরছে।
Discussion about this post