করোনাকালে ব্যস্ত হয়ে উঠছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও। সামনে আফগানিস্তান যুব দলের সঙ্গে সিরিজ। নিজেদের মাঠে সফরকারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫টি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার ঘোষিত ১৮ সদস্যের মূল দলের সঙ্গে আছেন ২ জন স্ট্যান্ডবাই খেলোয়াড়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান এসএম মেহেরব হোসেন। সহ-অধিনায়ক আইচ মোল্লা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হবে এই সিরিজ। একই মাঠে সিরিজের বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। একমাত্র চারদিনের ম্যাচটি শুরু ২২ সেপ্টেম্বর।
২০২১ সালের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তারজন্যই এই প্রস্তুতি সিরিজ খেলবে দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড-
ওপেনিং ব্যাটসম্যান- মফিজুল ইসলাম রবিন, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল
মিডল অর্ডার ব্যাটসম্যান- এসএম মেহেরব হোসেন (অধিনায়ক), মোহাম্মদ খালিদ হাসান, আইচ মোল্লা (সহ অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাজিবুল ইসলাম (উইকেটরক্ষক), আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান (উইকেটরক্ষক)
পেসার- মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক
স্পিনার- নাইমুর রহমান নয়ন, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন
অলরাউন্ডার- মোহাম্মদ গোলাম কিবরিয়া
স্ট্যান্ডবাই- আরিফ আহমেদ অনিক, শাহরিয়ার আলম মাহিন।
আফগান যুবাদের বাংলাদেশ সফরের সূচি-
১ম ওয়ানডে- ১০ সেপ্টেম্বর
২য় ওয়ানডে- ১২ সেপ্টেম্বর
৩য় ওয়ানডে- ১৪ সেপ্টেম্বর
৪র্থ ওয়ানডে- ১৭ সেপ্টেম্বর
৫ম ওয়ানডে- ১৯ সেপ্টেম্বর
একমাত্র চারদিনের ম্যাচ- ২২-২৫ সেপ্টেম্বর
Discussion about this post