এরই নাম ক্রিকেট। বাছাইপর্বের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছে ধরে নিয়ে ক্ষমা চেয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেই তারাই চ্যাম্পিয়ন! গতকাল হারারের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে আসগর স্টানিকজাইয়ের দল। বাছাইপর্বের চ্যাম্পিয়ন হয়ে তাই ২০১৯ বিশ্বকাপে যাচ্ছে আফগানরা।
টস জিতে ব্যাট করতে নেমে ২০৪ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়রা। রিকার্ডো পাওয়েল ৪৪,সিমরন হিটমায়ার ৩৮ আর ক্রিস গেইল করেন ১০ রান। মুজিব উর রহমান নেন ৪ উইকেট। রশিদ খান ১ উইকেট নিয়ে গড়েছেন ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট নেয়ার রেকর্ড। এজন্য খেলেছেন ৪৪ ম্যাচ, মিচেল স্টার্ক আগের রেকর্ডটা গড়েছিলেন ৫২তম ওয়ানডেতে। জবাবে ম্যাচ সেরা মোহাম্মদ শাহজাদের ৯৩ বলে ১১ বাউন্ডারি ২ ছক্কায় ৮৪ রানের ইনিংসে ৪০.৪ ওভারেই জয় নিশ্চিত করে আফগানিস্তান। রহমত শাহ করেছিলেন ৫১ রান। সুপার সিক্সে টানা তিন জয়ের পর দাপটে ফাইনাল জয়ই বলছে,সঠিক পথেই আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪৬.৫ ওভারে ২০৪ (গেইল ১০, লুইস ২৭, শেই হোপ ২৩, স্যামুয়েলস ১৭, হেটমায়ার ৩৮, হোল্ডার ০, পাওয়েল ৪৪, ব্র্যাথএয়ট ১৪, নার্স ২৬*, পল ০, রোচ ০; দওলত ১/২৬, মুজিব ৪/৪৩, নাইব ২/২৮, নবি ০/৩৭, আশরাফ ১/২৬, রশিদ ১/৪২)।
আফগানিস্তান: ৪০.৪ ওভারে ২০৬/৩ (শাহজাদ ৮৪, নাইব ১৪, রহমত ৫১, শেনওয়ারি ২০*, নবি ২৭*; রোচ ০/২৪, হোল্ডার ০/৪৫, ব্র্যাথওয়েট ০/৩৭, পল ১/২৯, নার্স ০/৩১, গেইল ২/৩৮)।
ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ শাহজাদ
সিরিজসেরা: সিকান্দার রাজা
Discussion about this post