ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত জয় দিয়েই বিশ্বকাপ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে তুলে নিয়েছে দুর্দান্ত এক জয়। বৃহস্পতিবার লিডসের হেডিংলিতে ২৩ রানে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে জিতেছে উইন্ডিজ। অবশ্য আগেই সেমি-ফাইনালে উঠার স্বপ্ন ভেঙ্গেছিল তাদের। শেষ এসে সম্মানের লড়াইয়ে হাসিমুখে মাঠ ছাড়ল ক্যারবীয়রা।
টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৬ উইকেটে তুলে ৩১১ রান। জবাবে নেমে শুরুতে দাপট থাকলেও শেষ অব্দি আফগানিস্তান ৫০ ওভারে অলআউট হয়ে তুলে ২৮৮ রান। আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে যুক্ধবিধ্বস্ত দেশটি। বিশ্বকাপে একটি ম্যাচেও জেতা হল না!
চ্যালেঞ্জিং স্কোর সামনে নেমে শুরুতেই অবশ্য বিদায় নেন অধিনায়ক গুলবাদিন নাইব (৫)। তবে এরপর রহমত শাহ ও ইকরাম আলিখিল গড়েন ১৩৩ রানের জুটি। ৭৮ বলে ৬২ রান তুলে ফেরেন রহমত শাহ। এরপর ইকরাম ৯৩ বলে ৮৬ রান করে ক্রিস গেইলের বলে আউট। আসগর আফগান করেন ৪০ রানে।
উইন্ডিজের হয়ে ব্রাথওয়েট নেন চারটি উইকেট। কেমার রোচ শিকার করেন তিন উইকেট।
শুরুতে ব্যাট করতে নেমে হতাশ করেন ক্রিস গেইল। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ইনিংসে ফ্লপ তিনি। বিশ্বকাপে গেইল এবার ৮ ম্যাচ খেলে তেমন চমক দেখা পারেন নি। তার ইনিংসগুলো ছিল এমন-৫০ (৩৪ বলে), ২১ (১৭), ৩৬ (৪১), ০ (১৩), ৮৭ (৮৪), ৬ (১৯), ৩৫ (৪৮), ৭ (১৮)।
শেই হোপ, এভিন লুইস, নিকোলাস পুরান ও জেসন হোল্ডারের ব্যাটেই ভাল পুঁজি পায় ক্যারিবীয়রা। লুইস করেন৫৮ রান। হোপ ৯২ বলে ৭৭ রান করে ম্যাচসেরা।
৪৩ বলে ৫৮ রান করেন পুরান। হোল্ডার ৪৫। আফগানদের হয়ে দুটি উইকেট নেন দৌলত জাদরান।
বিশ্বকাপে ৯ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৫ পয়েন্ট উইন্ডিজের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত। আর টানা ৯ ম্যাচেই হারে বিশ্বকাপ শেষ হলো আফগানদের।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩১১/৬ (গেইল ৭, লুইস ৫৮, হোপ ৭৭, হেটমায়ার ৩৯, পুরান ৫৮, হোল্ডার ৪৫, ব্র্যাথওয়েট ১৪*, অ্যালেন ০*; দৌলত ২/৭৩, শিরজাদ ১/৫৬, নবি ১/৫৬, রশিদ ১/৫২)
আফগানিস্তান: ৫০ ওভারে ২৮৮/১০ (গুলবাদিন ৫, রহমত ৬২, ইকরাম ৮৬, নাজিবউল্লাহ ৩১, আসগর ৪০, নবি ২, শিনওয়ারি ৬, রশিদ ৯, দৌলত ১, শিরজাদ ২৫, মুজিব ৭*; রোচ ৩/৩৭, টমাস ১/৪৩, ব্র্যাথওয়েট ৪/৬৩, গেইল ১/২৮)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ২৩ রানে জয়ী
ম্যাচসেরা: শেই হোপ
Discussion about this post