ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বল হাতে আগুন ঝরালেন জিমি নিশাম। এরপর ব্যাটে দাপট থাকল অধিনায়ক কেন উইলিয়ামসন। তারই পথ ধরে আফগানিস্তানকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেল নিউজিল্যান্ড। টনটনে ৭ উইকেটে জিতেছে কিউইরা। ১০৭ বল হাতে রেখেই জেতে তারা।
টনটনের দ্য কুপার এ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানরা। কিউইদের বোলিংয়ের সামনে মাত্র ১৭২ রানে শেষ তাদের ইনিংস। এরপর জবাবে নেমে নিউজিল্যান্ড ৩২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে।
নিশাম ১০ ওভারে ৩১ রানে ৫ উইকেট নেন। এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং। লকি ফার্গুসন নেন ৪ উইকেট।
দিবা-রাত্রির এই ম্যাচে নিউজিল্যান্ডের লক্ষ্য ছিল ১৭৩ রান। অবশ্য জবাবে নেমে কোন রান না করেই ফেরেন ওপেনার মার্টিন গাপটিল। তারপর কলিন মনরো (২২) সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে দল। কিন্তু কেন উইলিয়ামসন ও রস টেলর ব্যাটে নিরাপদে এগিয়ে যায় তারা। দু’জন গড়েন ৮৯ রানের জুটি। টেলর আউট ৫২ বলে ৪৮ রানে।
এরপর দলকে জিতিয়ে ফেরেন কেন উইলিয়ামসন। করেন ৯৯ বলে ৭৯ রান। টম লাথাম অপরাজিত ১৩ রানে।
আফগানদের হয়ে দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ও নূর আলি জাদরান এনে দেন ৬৬ রানের জুটি। জাজাই ২৮ বলে ৩৪ রান করেন। তার উইকেট নেন নিশাম। এরপর রহমত শাহ, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরানকে ফেরান তিনি।
নূর আলি করেন ৩৮ বলে ৩১। হাসমতউল্লাহ শহিদি ৯৯ বলে ৫৯ রান।
এই জয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন নিউজিল্যান্ড। তিন ম্যাচে ৬ পয়েন্ট। চার পয়েন্ট নিয়ে এরপরই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ৪১.১ ওভারে ১৭২/১০ (নুর আলি ৩১, জাজাই ৩৪, রহমত ০, শাহিদি ৫৯, নাইব ৪, নবি ৯, নাজিবউল্লাহ ৪, ইকরাম ২, রশিদ ০, আফতাব ১৪, হামিদ ৭*; ফার্গুসন ৪/৩৭, নিশাম ৫/৩১, ডি গ্র্যান্ডহোম ১/১৪)
নিউজিল্যান্ড: ৩২.১ ওভারে ১৭৩/৩ (গাপটিল ০, মানরো ২২, উইলিয়ামসন ৭৯*, টেলর ৪৮, ল্যাথাম ১৩*; আফতাব ৩/৪৫)
ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জিমি নিশাম
Discussion about this post