যুব বিশ্বকাপে রীতিমতো চমক দেখিয়েছিল আফগানিস্তান। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে শুরু করেছিল যুদ্ধবিধ্বস্ত দেশটি। তারপর থেকে দুর্দান্ত গতিতে ছুটছিল দেশটির যুবারা। স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির টিকিট পায়। কিন্তু সোমবার অস্ট্রেলিয়ান যুবারা ৬ উইকেটে হারিয়ে উঠে গেল আইসিসি অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপের ফাইনালে।
ক্রাইস্টচার্চে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ১৮১ রান তুলে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল।
১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। অজি যুবাদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৫ বলে ৭২ রান করেন জ্যাক এডুয়ার্ড। অধিনায়ক সাঙ্গহা ২৬, পারাম উপাল ৩২ ও ম্যাকউইনি ২২* রান করেন।
তার আগে ব্যাট করতে নেমে আফগান যুবারা শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলিং তোপে পড়ে। তারপরও ইকরাম আলী খিলের ৮০ রানে লড়াইয়ে পুঁজি পেয়েছিল দলটি। কিন্তু বোলারদের হতাশাভরা পারফরম্যান্সে বিশ্বকাপের সেমি থেকেই বিদায় নিতে হয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটির যুবাদের।
দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এ ম্যাচে জয়ী দল ফাইনালে অস্ট্রেলিয়া যুবাদের মুখোমুখি হবে।
Discussion about this post