সিরিজ হারের পর যেনো পথ খুঁজে পেলো বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বল হাতে চমক দেখালেন বোলাররা। তার পথ ধরে চট্টগ্রামের মাঠে ৪৫.২ ওভারে ১২৬ রানে অলআউট আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে এটি সর্বনিম্ন দলীয় স্কোর। ২০১৬ সালে মিরপুরে তাদের ১৩৮ রানে অলআউট করেছিল টাইগার বোলাররা।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের ১২৬ রানে থামায় স্বাগতিকরা। এই ম্যাচে পেসার একজন কম নিয়ে একাদশ গড়লেও মূল কাজ করে দেন পেসাররা। শরিফুল ইসলাম নতুন বলে দারুণ স্পলে ৩ উইকেট শিকার করেন। ২১ রানে ৪ উইকেট নেন তিনি। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। আরেক পেসার তাসকিন আহমেদ নতুন বলে উইকেট নেন একটি, পুরোনো বলেও এক উইকেট তুলেন।।
দাপট দেখান সাকিব আল হাসানও। এই অভিজ্ঞ স্পিনার ১০ ওভারের স্পেলে মাত্র ১৩ রান দেন। এরমধ্যে ৩২ রানে ৫ উইকেট পড়ার পর উইকেটে গিয়ে ফিফটি করেন আজমতউল্লাহ ওমারজাই। ৬৮ রানে ৭ উইকেট হারানো দল ১২৬ করে তার ব্যাটে। তিনি করেন ৫৬ রান।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ৪৫.২ ওভারে ১২৬ (গুরবাজ ৬, ইব্রাহিম ১, রহমত ০, শাহিদি ২২, নবি ১, নাজিবউল্লাহ ১০, ওমারজাই ৫৬, রহমান ৪, জিয়া ৫, মুজিব ১১, ফারুকি ০; শরিফুল ৯-১-২১-৪, তাসকিন ৮.২-১-২৩-২, মিরাজ ৯-১-৩৫-১, সাকিব ১০-১-১৩-১, তাইজুল ৯-০-৩৩-২)।
Discussion about this post