চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে। এরপর টাইগারদের সামনে রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে আরেকটি সিরিজ। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে, যা হতে পারে চলতি বছরের অক্টোবরে।
আইসিসির ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) বাইরে দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে আয়োজন হতে পারে তিন ম্যাচের এই সিরিজ। মূলত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে দুই দল। ভারতের জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এমনটাই জানিয়েছে।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘আমরা ইতোমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আগের স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজানের পর আলোচনা আরও এগিয়ে নেওয়া হবে। আমরা এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছি এবং আশা করছি তিনটি ম্যাচ আয়োজন করা সম্ভব হবে।’
অন্যদিকে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আপনি যদি এফটিপির দিকে তাকান, তাহলে দেখবেন ২ থেকে ১২ অক্টোবরের মধ্যে একটি উইন্ডো রয়েছে। আমরা সিরিজের চূড়ান্ত তারিখ ও বিস্তারিত নির্ধারণের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি।’
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল অনেক আগেই, কিন্তু বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। সর্বশেষ, ২০২৩ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান।
Discussion about this post