ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টিতে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে আফগানিস্তান। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে এখন তারাই ফেভারিট। পরিসংখ্যান জানাচ্ছে-আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
এরমধ্যে চারটিতেই হেরেছে। এবারও সেই ব্যর্থতার পথেই হাঁটল দল। রোববার ত্রিদেশীয় ক্রিকেটে টাইগারদের বিপক্ষে আফগানিস্তান ২৫ রানে জয়ী।
এর পর পথ ধরে যুদ্ধ বিধ্বস্ত দেশটি গড়ল রেকর্ড। টি-টুয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান সবাইকে টপকে গেল। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়ল রশিদ খানের দল। টানা ১২ ম্যাচে তুলে নিয়েছে জয়!
ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারানোর মধ্য দিয়েই ইতিহাস গড়েছে তারা। আফগানদের জয়ের মিশন শুরু গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর টানা দুই জয়ের পর বাংলাদেশের বিপক্ষে এসেছিল টানা ৩ জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে পায় তারা টানা ৫ ম্যাচ জয়। বাংলাদেশের এই টুর্নামেন্টে পেল ২ জয়।
আফগানদের আগে টানা ১২ ম্যাচ অজেয় থাকার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। অবশ্য ২০০৯-১০ সালে এক ম্যাচের ফল হয়নি বৃষ্টিতে। এ কারণে টানা ১২ জয় হয়নি। তাইতো আফগানরা উঠে গেল শীর্ষে।
ম্যাচ শেষে সাকিব আল হাসান প্রশংসা করলেন আফগানিস্তানের। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টি-টুয়েন্টিতে আফগানিস্তান অবশ্যই বড় দল। আমাদের র্যাঙ্কিং দশ আর ওদের র্যাঙ্কিং এখন সাত। আমাদের আগে আছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। যাদের সঙ্গে আমরা মাঝে মাঝে জিতি। মাঝে মাঝে হারি। যেহেতু আফগানিস্তানের র্যাঙ্কিং সাত, তাই ওদের সঙ্গে জিততে আমাদের কষ্টই হয়। এটা দেরাদুনেও ছিল, আজকে এখানেও সেটা প্রমাণ হয়ে গেল। তবে ম্যাচটা আমরা ওদেরকে অনেকখানি দিয়ে এসেছি বলে আমি মনে করি।’
Discussion about this post