ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের ঘরোয়া ক্রিকেটে বল হাতে গত কয়েক বছর ধরেই সাফল্য পাচ্ছেন তিনি। এর পুরস্কার হিসেবে জায়গাও পেয়েছেন জাতীয় দলে। কিন্তু লাল-সবুজের জার্সিতে ধরা দেয়নি সাফল্য। এ কারণে বাদও পড়েছেন। তবে লড়াই করে আরও একবার আবু হায়দার রনি ফিরলেন জাতীয় দলে। ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না। তবে তৃতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে বাংলাদেশ দলে ডাক পেলেন এই বাঁহাতি পেস বোলার।
শনিবার ২৩ বছর বয়সী আবু হায়দার রনিকে দলে অন্তর্ভুক্ত করলেন নির্বাচকরা। আফগানদের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে দলের শক্তি বাড়াতেই নেওয়া হলো তাকে।
টি-টুয়েন্টিতে আবু হায়দারে অভিষেক ২০১৬ সালে,খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ১৩ ম্যাচ থেলে ৫৫ গড়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। ওভার প্রতি দেন ৯.১৬ রান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সাফল্যটা উল্লেখ করার মতো নয়।
আবার ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ খেলে ৭ ওভার বোলিং করে ৪৫ রান দিয়ে একটি উইকেট নেন আবু হায়দার। ফের সেই প্রতিপক্ষের বিপক্ষে দলে তিনি।
ওভাই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের এরইমধ্যে শুভসূচনা হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ টি-টুয়েন্টি দল
সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান, আবু হায়দার রনি।
Discussion about this post