ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন কাজী অনিক ইসলাম। তার নৈপুন্যে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে অনায়াসে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৫ ম্যাচের সিরিজের প্রথম যুব ওয়ানডেতে ১৪৫ রানের বড় জয়ে আরো এগিয়ে গেল। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের চুড়ে দেয়া ২২৩ রানের লক্ষ্যে নেমে সফরকারীরা অলআউট ৭৭ রানে।
যদিও জুনিয়র টাইগারদের টপ অর্ডারে রান তেমন আসেনি। ১৬ বলে ২০ রান করেন অধিনায়ক ও ওপেনার সাইফ হাসান। তবে ৫২ রান করেন তৌহিদ হৃদয়। ৩৫ রান আসে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে। অনিকের ব্যাটে আসে ২৭ রান।
বল হাতে অনিক ৮ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন। অাবার অফ স্পিনার নাঈম হাসানের বোলিং ৯- ওভারে ১১ রান দিয়ে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২২২/৯ (সাইফ ২০, পিনাক ২৩, আফিফ ১৯, হৃদয় ৫২, রাকিব ৫, মাহিদুল ৩৫, নাঈম ১, অনিক ২৭, রবিউল ১৮, মনিরুল ৬*, হাসান ১*; মুজিব ৪/২২, তারিক ২/১৭)।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৪.২ ওভারে ৭৭/১০ (তারিক ১৬, নিশার ১০; হাসান ০/১৬, অনিক ৪/২৭, নাঈম ৩/১১, রবিউল ১/৭, মনিরুল ১/১১)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪৫ রানে জয়ী
ম্যাচসেরা: কাজী অনিক ইসলাম
Discussion about this post