শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর বিষয়ে দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শুক্রবার আইসিসি সিদ্ধান্তের কথা জানিয়েছে। ই-মেইল বার্তায় আইসিসি জানায়, যে রায় হয়েছে তাতে তারা সন্তুষ্ট নয়। সুনিদৃষ্ট অভিযোগ থাকলেও অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি পূর্ণাঙ্গ রায়ের খুটিনাটি পর্যালোচনা করছে।
এ বছরের ২৬ ফেব্রুয়ারি ৩ সদস্যের দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের রায়ে নির্দোষ প্রমাণিত হন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, স্পিনার মোশাররফ হোসেন এবং পেসার মাহবুবুল আলম। একইসঙ্গে নির্দোষ প্রমানিত হন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ এবং ইংল্যান্ডের ক্রিকেটার ড্যারেন স্টিভেন্স।
এরপর ১৮ জুন জানা যায় এতে ক্রিকেটে আট বছরের জন্য নিষিদ্ধ বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থপনা পরিচালক শিহাব চৌধুরীকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। শ্রীলঙ্কার কৌশল লুকুয়ারাচ্চি ১৮ মাস ও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার লু ভিনসেন্টকে ৩৬ মাসের জন্য নিষিদ্ধ হন।
কিছুদিন আগে ভিনসেন্ট স্বীকার করেছেন তিনি অপরাধী। এদিকে রায়ের পর এখন আপিলের কথা ভাবছেন মোহাম্মদ আশরাফুল।
Discussion about this post