এবারের এশিয়া কাপে দল হিসেবে বাংলাদেশের প্রাপ্তি কিছুই নেই। দুই ম্যাচ খেলে দুটিতেই হার। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। তবে একজন শেষ অব্দি টিকে আছেন। তিনিও বাংলাদেশি। তিনি বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। রোববার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের এই আম্পায়ার।
এই ম্যাচের আগেই নজর কেড়ে নিয়েছেন মুকুল। বিশেষ করে ভারত-পাকিস্তানের মতো বিগ ম্যাচে তার আম্পায়ারিং আলো ছড়িয়েছে। দক্ষতার সঙ্গে দ্বায়িত্ব পালন করেই ফাইনালে আম্পায়ারিংয়ের সুযোগ পেয়েছেন তিনি। তাইতো শুভেচ্ছাও পাচ্ছেন মুকুল।
ফাইনালের আগে এই আম্পায়ারকে শুভেচ্ছা বার্তা জানালেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। রোববার মুশফিক তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘ফাইনালের জন্য আম্পায়ার মুকুল ভাইকে শুভেচ্ছা জানাই। শীর্ষ পর্যায়ে বাংলাদেশের আম্পায়ারদের দেখতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার। আপনাকে নিয়ে খুব গর্বিত ভাই।’
মুকুল নিজেও রোমাঞ্চিত। গণমাধ্যমে বলেছেন, ‘রোমাঞ্চিত অবশ্যই। বলা যায় চাপটা আমি নিচ্ছি না, বরং বড় এই চ্যালেঞ্জটা গ্রহণ করছি। কারণ বাংলাদেশের আম্পায়ারদের জন্য এমন সুযোগ কখনো এর আগে এসেছে কিনা আমি জানি না। এই বড় মঞ্চের ফাইনালে যদি ভালো করতে পারি তাহলে পরবর্তীতে আমাদের দেশের আম্পায়াদের ভবিষ্যতে ভালো অবস্থানে নিয়ে যাবে।’
Discussion about this post