এটা যেন বিনা মেঘে বজ্রপাত! সামনে যখন বিশ্বকাপ ক্রিকেট তখন কীনা এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে ফেললেন! দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্নটা অপূর্ণ রেখেই গুডবাই বললেন এই মারকুটে ব্যাটসম্যান। ৩৪ বছর বয়সে ফর্মে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভিলিয়ার্স। বুধবার জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক।
তাইতো নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ৬৯ ও ৬ রানের ইনিংস দুটি আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ইনিংস হয়ে থাকল। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ৯৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে এনিয়ে কথা বলেছেন তিনি। বিদায়ের কারণ- ‘ক্লান্তি’। ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮টি টি-টুয়েন্টি খেলার পর সময় এসেছে বিদায়ের। আমি আমার কাজটা করেছি, সত্যি কথা বলতে আমি খুবই ক্লান্ত।
এখানেই শেষ নয়, ভিলিয়ার্স আরো বলেন, ‘এটি অবশ্যই খুব কঠিন সিদ্ধান্ত। আমি অনেক দীর্ঘ সময় নিয়ে এ নিয়ে ভেবেছি এবং ভালো ফর্মে থাকা অবস্থাতেই বিদায় নিতে চাইছি। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ দুটি সিরিজ জয়ের পর, আমার মনে হচ্ছে সরে দাঁড়ানোর এটাই সেরা সময়। দক্ষিণ আফ্রিকার হয়ে নির্দিষ্ট কোনো ফরম্যাট বেছে নেওয়া কিংবা বেছে নির্দিষ্ট কোনো সিরিজ খেলার সিদ্ধান্ত নেওয়া ঠিক হতো না। আমাকে দীর্ঘ সময় ধরে সমর্থন দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকান বোর্ডের কোচ ও স্টাফদের কাছে কৃতজ্ঞ। ক্যারিয়ারজুড়ে যত সতীর্থ পেয়েছি, তাদের সবচেয়ে বেশি ধন্যবাদ।’
ভিলিয়ার্স আরো জানান, ক্লান্ত বলেই সরে যাচ্ছেন, ‘এটি অন্য কোথাও অর্থ উপার্জনের বিষয় নয়। আমি ক্লান্ত। এ ছাড়া আমার মনে হচ্ছে, এটাই সঠিক সময় সরে যাওয়ার। সবকিছুই একসময় না একসময় শেষ হয়। আমার দেশের বাইরে খেলার কোনো ইচ্ছা নেই। সত্য হলো, আমি ঘরোয়া ক্রিকেটে টাইটানসের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। ফাফ ডু প্লেসি ও প্রোটিয়াদের সবচেয়ে বড় সমর্থক হয়েই থাকব।’
২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ডি ভিলিয়ার্সের। সাদা পোশাকের এই ফরম্যাটে ১১৪টি ম্যাচে ২২টি সেঞ্চুরি, ৪৬টি হাফসেঞ্চুরি ও ৫০.৬৬ গড়ে ৮ হাজার ৭৬৫ রান করেছেন। পরের বছর ইংলিশদের বিপক্ষে ডি ভিলিয়ার্সের ওয়ানডেতে অভিষেক। ২২৮ ম্যাচ খেলে ২৫টি সেঞ্চুরি ও ৫৩টি ফিফটিতে ৫৩.৫০ গড়ে ৯ হাজার ৫৭৭ রান করেছেন। টি-টুয়েন্টিতে ২০০৬ সালে অভিষেক এই ডানহাতির। ৭৮ ম্যাচে ১০টি হাফসেঞ্চুরিতে করেন এক হাজার ৬৭২ রান।
https://www.facebook.com/ABdeVilliers17/videos/1699389826763100/
Discussion about this post