স্বপ্নপূরণ হয়ে গেল তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল ২০ বছর বয়সী এই ক্রিকেটারের। শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার মাশরাফির বিদায় ঘোষণার দিনই টি-টুয়েন্টি অভিষেক হল বাংলাদেশের এই ক্রিকেটারের।
ঘরোয়া ক্রিকেট ছাড়াও বয়স ভিত্তিক ক্রিকেটের ধাপ দক্ষতার সঙ্গে পার হয়েই জাতীয় দলে জায়গা পেলেন সাইফুদ্দিন। গত বছর বিপিএলে মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে দুর্দান্ত খেলেন তিনি।নেন ৯ উইকেট। আবার প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩টি ম্যাচ খেলেছেন।
সদ্য সমাপ্ত ইমার্জিং টিমস এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ দলের সেরা পারফরমার ছিলেন সাইফ। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। আবার লোয়ার অর্ডারে নেমে কিছু রানও এসেছে তার ব্যাটে। তারও আগে বিসিএলে তিন ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট। করেন একটি হাফসেঞ্চুরি। জাতীয় লিগে ৪ ম্যাচে উইকেট ছিল ১০টি। করেন দুটি অর্ধশতক। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও মেহেদী হাসান মিরাজের সঙ্গে আলোচনায় ছিলেন তিনি।
১৯৯৬ সালের ১ নভেম্বর চট্টগ্রামে জন্ম নেয়া এই পেসারকে আগামীর তারকা বলা হচ্ছে।
Discussion about this post