আনুশকা শর্মা গ্যালারিতে থাকলেই নাকি বিরাট কোহলি ফ্লপ! এমন কথা অনেকের মুখেই শোনা যায়! এনিয়ে অন্তর্জালে সরব অনেকে। কিন্তু এমন সমালোচনা কখনোই ভালভাবে নেননি কোহলি। তাইতো মঙ্গলবার রাতে দুর্দান্ত এক জয় ধরা দিতেই আনন্দের হাসি তার মুখে। আইপিএলে শেষ চারের স্বপ্ন টিকিয়ে রাখার ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষেজিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মুস্তাফিজহীন মুম্বাইকে ১৪ রানে হারায় কোহলির দল।
পুরো খেলাটিই এদিন গ্যালারিতে বসে দেখলেন কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এদিন ছিল তার জন্মদিন। জন্মদিনে স্বামীর কাছ থেকে ভাল একটি উপহারই পেলেন আনুশকা। জয়ের পর কোহলি বলেন, আমার স্ত্রী (আনুশকা) এখানে আছে। আজ ওর জন্মদিন। তার সামনে এই দুই পয়েন্ট অর্জন আনন্দের।’
এর আগেই স্ত্রী আনুশকাকে নিয়েই বার্থ ডে সেলিব্রেশন করেন বিরাট। নিজের টুইটারে ছবি শেয়ার করে বিরাট কোহলি লিখেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা। আমার জন্য যথার্থ তুমি। আমার দেখা সবচেয়ে ভালো মানুষ। ভালোবাসি তোমাকে।’
গত ১ মে ৩১-এ পা রাখেন বলিউড এই সুপারস্টার আনুশকা। ১৯৮৮ সালে ভারতের অযোধ্যায় জন্ম তার।
Discussion about this post