ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুধু সময়েরই নন, সর্বকালের সেরাদের একজন হতেই এগিয়ে যাচ্ছেন তিনি। বিশেষ করে ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই নিজের করে নিচ্ছেন বিরাট কোহলি। বিস্ময়কর সেই ব্যাটসম্যান আজ সোমবার পালন করলেন ৩০তম জন্মদিন। আর সেই দিনে ভক্ত, সতীর্থ আর বন্ধুদের অভিনন্দনে সিক্ত ভারত অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলছেন না। তাইতো তার পুরোটা সময়ই এখন শুধু স্ত্রী আনুশকা শর্মার জন্য।
বিয়ের পর এটাই প্রথম জন্মদিন। তাইতো স্ত্রীর বলিউডের মহা তারকা আনুশকাকে নিয়েই কাটাল সারাটা দিন। হরিদ্বারে তাঁর আধ্যাত্মিক গুরুর আশ্রমে গেলেন। দেরাদুনের নরেন্দ্রনগরের এক হোটেলে রাতেই কাটেন জন্মদিনের কেক।
এদিন অনন্ত ধাম আধ্যাত্মিক আশ্রমে যান দু’জন। তাদের বিয়েতে ইতালিতেও গিয়েছিলেন এই আধ্যাত্মিক গুরু। ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিয়ের পর থেকেই কোহলির অবসরটা কাটে আনুশকাকে নিয়েই। সেই ১৯৮৮ সালের ৫ নভেম্বর ভারতের রাজধানী দিল্লীতে জন্ম হয়েছিল বিরাট কোহলির। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। তারপর সময়ের সঙ্গে পথ ধরে হয়ে উঠেছেন সময়ের সেরা ক্রিকেটার। ওয়ানডেতে রান ১০২৩২। আর টেস্টে ৬৩৩১্
এদিকে ইনস্টাগ্রামে জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ জানান কোহালি। পোস্ট করেছেন দুটো কেকের ছবি।
Discussion about this post