সন্ধ্যা ৬টা, আবুধাবি। মাঠে উত্তাপ, ক্রীড়াপ্রেমীদের চোখে প্রত্যাশা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল এবার ওয়ানডে ফরম্যাটে নামছে নতুন লক্ষ্য নিয়ে-জয় দিয়ে সিরিজ শুরু এবং ট্রফির দিকে ধাপ বাড়ানো।
টি-টোয়েন্টি সিরিজে আফগানদের কাছে বাজিমাত করে বাংলাদেশকে দিয়েছে ধারাবাহিক সাফল্যের স্বাদ। প্রথম ম্যাচে ৪ উইকেটে, পরের দুটি ম্যাচ যথাক্রমে ২ ও ৬ উইকেটে জয়, দেখিয়েছে টাইগারদের দৃঢ় মানসিকতা। এর আগে শ্রীলংকা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসকেও হোয়াইটওয়াশের কৃতিত্ব টাইগারদের।
ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলেছে মোট ১৯টি ম্যাচ। জয়ের সংখ্যা ১১, হারের সংখ্যা ৮। সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তান ২-১ ব্যবধানে জয়ী হয়েছিল। এরপর বাংলাদেশের সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফি ফলাফল মিশ্র-ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ, শ্রীলঙ্কা সফরে ২-১ ব্যবধানে হার।
আজ আবুধাবিতে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। স্কোয়াডে আছেন তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আফগানিস্তানের স্কোয়াডও শক্তিশালী। অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী, সহ-অধিনায়ক রহমত শাহ, উইকেটরক্ষকরা রহমানুল্লাহ গুরবাজ ও ইকরাম আলিখিল। এছাড়া ইব্রাহিম জাদরান, রশিদ খান, মোহাম্মদ নবী ও দারউইশ রাসুলি দলের মূল স্তম্ভ।
চোট এখনও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। কিছু ফরোয়ার্ড ফিট নয়, তবে দল আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টি সিরিজে প্রমাণিত স্কিল, সমন্বয় ও জয়ী মানসিকতা তাদের মূল হাতিয়ার।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু। টি-স্পোর্টস এবং নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে।
Discussion about this post