কিছুদিন আগে শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। যেখানে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। আগামী বছরের জানুয়ারির আগে আর কোনো টেস্ট নেই টাইগারদের। তারপরও সাদা পোশাকের ক্রিকেট র্যাংকিংয়ে নয় থেকে আটে উঠার হাতছানি মুশফিকুর রহীমদের। শনিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে দুই টেস্টের সিরিজ। এ সিরিজ যদি ড্র হয়, তবেই প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আটে উঠে যাবে বাংলাদেশ। নয়ে নেমে যাবে ক্যারিবীয়রা।
৭৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাংকিংয়ের আটে আছে ওয়েস্ট ইন্ডিজ। নয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ৭২। দশে থাকা জিম্বাবুয়ের এখন র্যাঙ্কিংয়ে কোনো পয়েন্ট নেই। চলতি সিরিজ যদি ২-০ ব্যবধানে যদি ওয়েস্ট ইন্ডিজ জেতে, তারপরও দলটি পাবে মাত্র ১ পয়েন্ট। ১-০ তে জিতলে তাদের পয়েন্ট থেকে যাবে ৭৫। আর সিরিজ ড্র হলেই ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে হবে ৭২। সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে আটে উঠবে মুশফিকুর রহীমের দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হারে ৩৩৩ রানে। তার পরেরটি দল হারে ইনিংস ও ২৫৪ রানে।
Discussion about this post