ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আচমকা বাংলাদেশ ক্রিকেট উত্তাল। শনিবার রাতে সাকিব আল হাসানের একটি ফেসবুক লাইভের পর থেকেই সরগরম। কারণ সেখানে বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেট বোর্ড ও এর কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। তারপরই অসন্তোষ প্রকাশ করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
রোববার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় এই নিয়ে বৈঠকে বসেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা। রাজধানীর গুলশান-২-এ আইভি কনকর্ড টাওয়ারে চলে এই সভা।
সেই সভা শেষে জানা যায়-ফের বিবেচনায় আসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিবকে খেলতে দেওয়ার সিদ্ধান্ত। তেমনই জানান বিসিবির ক্রিকেট অপাশেন্স চেয়ারম্যান আকরাম খান।
পাপনের বাসায় বৈঠকের পর আকরাম গণমাধ্যমে বলেন, ‘আজ আমাদের মূলত মিটিং ছিল টিম নিউজিল্যান্ডে। এসব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। এটাও চিন্তা করেছি যাতে আমাদের এটা কোনো এফেক্ট না ফেলে টিমের ওপর। অনেক কথার মধ্যে একটা ছিল আমি নাকি চিঠি পড়িনি। বোর্ডের সঙ্গে কথা বলে আইপিএলের এনওসির ব্যাপারে সিদ্ধান্ত নেবো। ও যদি টেস্ট খেলতে চায় তাহলে খেলবে। আমরা ওর এনওসির ব্যাপারে চিন্তা করব।’
শ্রীলঙ্কায় টেস্ট না খেলে আইপিএলে যেতে সাকিবের ছুটি চেয়ে চিঠি প্রসঙ্গে আকরাম বলেন, ‘সাকিব যেটা আমাদের বলেছে, শ্রীলঙ্কায় আমরা যে সিরিজটা খেলতে যাচ্ছি সে সিরিজটা না খেলে সে আইপিএল খেলতে চায়। শ্রীলঙ্কায় আমরা কি খেলতে যাবো সেটা আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানে। এখন যেহেতু সে নিজের মুখে বলেছে সে টেস্ট খেলতে চায়।’
শনিবার ফেসবুক লাইভে এসে সাকিব অভিযোগ করেন তার পাঠানো চিঠি পড়েননি খোদ ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান। এই নিয়ে আকরাম বলেন, ‘যেহেতু বলেছে যে ও চিঠি দিয়েছে আমি চিঠিটা পড়িনি। তো ঠিক আছে, যেহেতু চিঠিটার ভুল বুঝেছি আমি, আর ও যেহেতু টেস্ট খেলতে চাচ্ছে, সেহেতু বোর্ডের সবার সাথে আলাপ-আলোচনা করে কাল, পরশু মধ্যে ওর এনওসির ব্যাপারে আবার আলোচনা করব। ও (সাকিব) শ্রীলঙ্কা যাবে টেস্ট খেলবে।’
এবার আইপিএলে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
Discussion about this post