কথা আছে জয়ী দল ভাঙ্গতে নেই। কিন্তু হেরে যাওয়া দলটিই অক্ষত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-টুয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচের দলে কোনো চমক নেই। যথারীতি প্রথম ম্যাচের স্কোয়াডই অপরিবর্তিত রেখেছেন নির্বাচকরা।
বৃহস্পতিবার ঘোষিত সেই দলে আছেন- সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, শুভাগত হোম চৌধুরী এবং তাইজুল ইসলাম। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের বাকি দুটি টি-টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে লড়বে মাশরাফি বিন মতুর্জার দল।
সেই লড়াইয়ের দ্বিতীয়টি হবে শুক্রবার। সকাল আটটায় শুরু হবে ২০ ওভারের ক্রিকেটের এই লড়াই। তৃতীয় ও শেষ ম্যাচটি ৮ জানুয়ারি, একই ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে। সিরিজের প্রথম ম্যাচে হেরে বিপাকে আছে টাইগাররা। তার আগে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে দল।
শেষ দুই টি-টুয়েন্টির দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শুভাগত হোম।
Discussion about this post