ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের ভবিষ্যৎ সূচি প্রকাশ করেছে। মূলত এরপরই জানা গেল দেশটির ক্রিকেট দল আগামী বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে।
বাংলাদেশ সফরে পাকিস্তান খেলবে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি। এফটিপি মেনেই এই সূচি সাজানো হয়েছে। পাকিস্তান সফরে অনীহা থাকায় বিগত বছরগুলোতে বাংলাদেশ সফরে অনাগ্রহী ছিল পাকিস্তান। তবে এ বছর বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাওয়ায় দুই বোর্ডের সম্পর্কের শীতলতা দূর হয়েছে।
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর পাকিস্তান এপ্রিলে যাবে জিম্বাবুয়েতে। জুনে পাকিস্তানের ইংল্যান্ড সফর। সেপ্টেম্বর ও অক্টোবরে ঘরের মাঠে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপরই ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
বিশ্বকাপ শেষে পাকিস্তান জাতীয় দল আসবে বাংলাদেশ সফরে। তার আগে এই বছরের বাকি সময়টাতেও ব্যস্ত সময় কাটাবেন আজহার আলী, বাবর আজমরা। চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের লড়াই শুরু করবে পাকিস্তান। ঘরের মাঠে দরটি খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এরপর পর এ বছরের নভেম্বর ও ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্ট খেলবে দলটি। সব মিলিয়ে আগামী বেশ ব্যস্ত সময়ই পার করবে টিম পাকিস্তান।
Discussion about this post