সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে টানা দুই ম্যাচেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের দুর্বল বোলিং আক্রমণকে ধসিয়ে দিয়েছে টাইগারদের ব্যাটিং লাইনআপ। এই সাফল্যের কেন্দ্রে ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪০ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাঁর কাছে যখন আক্রমণাত্মক ব্যাটিং প্রসঙ্গে প্রশ্ন রাখা হয়, তখন খানিকটা ক্ষোভই প্রকাশ করলেন তানজিদ, ‘আমরা তো আক্রমণাত্মক ক্রিকেটই খেলছি। আর কত আক্রমণাত্মক খেলা দেখতে চান?’
বাংলাদেশ দলে এখন ব্যাটারদের স্বাধীনতা দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পুরো দলকে স্বাধীনতা দেওয়া হয়েছে। যার যেমন খেলা, সে তেমন খেলতে পারবে। দায়িত্বটা ঠিকভাবে মাঠে কাজে লাগানোই আসল বিষয়।’
আগে যেখানে বাংলাদেশ ছক্কা মারায় পিছিয়ে থাকত, এখন সেই ছবিটাই বদলেছে। এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটাররা মেরেছেন ১০৯ ছক্কা-ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর তৃতীয় সর্বোচ্চ। তানজিদের ব্যাট থেকে এসেছে একাই ২৩ ছক্কা।
প্রথম দুই ম্যাচেই টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক লিটন দাস। এতে বাংলাদেশ সহজেই রান তাড়া করে জয় পায়। তবে আগে ব্যাটিং করে প্রস্তুতি নেওয়া যেত কি না—এমন প্রশ্নে সরাসরি উত্তর এড়িয়ে যান তানজিদ। তিনি বলেন, ‘টস নিয়ে সিদ্ধান্ত অধিনায়ক, কোচ ও টিম ম্যানেজমেন্টের। আমরা শুধু মাঠে দায়িত্ব পালন করি। শিশিরের কারণে পরে ব্যাটিং করা সহজ হবে, এটাই মূল ভাবনা ছিল।’
দুটি ম্যাচেই বাংলাদেশের রানরেট ছিল ৭.৮৯ থেকে ১০-এর ওপরে। প্রতিপক্ষ যেখানে হিমশিম খেয়েছে, সেখানে টাইগাররা দাপট দেখিয়েছে। বোলাররাও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা—প্রথম ম্যাচে ম্যাচসেরা তাসকিন আহমেদ, দ্বিতীয়টিতে নাসুম আহমেদ।
এখন লক্ষ্য একটাই-হোয়াইটওয়াশ। আগামীকাল সন্ধ্যা ৬টায় সিলেটে নামবে বাংলাদেশ, সিরিজের শেষ ম্যাচে।
Discussion about this post