ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিসিবি প্রেসিডেন্ট’স কাপে হতাশাতেই কেটেছে তার। এরপরই আকবর আলি ভাল কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। ফর্মে ফিরতে সময় নেননি যুব বিশ্বকাপে ট্রফি এনে দেওয়া অধিনায়ক। বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন ম্যাচে তার ব্যাট কথা বলল। দুই দলে ভাগ করে খেলা ম্যাচের প্রথম দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন এই কিপার-ব্যাটসম্যান।
তবে ৬ রানের জন্য শতরান পেলেন না শাহাদাত হোসেন। হাফসেঞ্চুরি শামীম হোসেনের ব্যাটেও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার প্রথম দিনে ৮০ ওভারে ৭ উইকেটে ৪০৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টিম ‘এ।’
এইচপির কোচ টবি র্যাডফোর্ড টিপস ভাল কাজে লাগল ব্যাটসম্যানদের। তিনি ব্যাটিং নিয়েই কাজ করছিলেন। তার সুফলটাও মিলল। এরমধ্যে বেশ লড়লেন আকবর ও শাহাদাত। চতুর্থ উইকেটে ১৩৭ রান যোগ করেন দুজন। সেঞ্চুরির কাছে গিয়ে ফেরেন শাহাদাত। ১৬২ বলে তার ৯৪ রান তুলেন তিনি।
তারপর আকবর ও শামীম ওয়ানডে স্টাইলে খেলেন। ১৩৭ বলে শতরান করেন আকবর। শেষ অব্দি ১৬১ বলে ১৩৬ রানে ফেরেন। তার ইনিংসে ছিল ২০ চার, দুটি ছক্কা। শামীম ৮ চার ও ৩ ছক্কায় ৪৬ বলে ৬৭।
টিম ‘এ’: ৮০ ওভারে ৪০৬/৭ ইনিংস ঘোষণা (তানজিদ ৩৫, শাহাদাত ৯৪, মাহমুদুল ৩০, আফিফ ১২, আকবর ১৩৬, শামীম ৬৭, সুমন ৯, রকিবুল ২*, মুকিদুল ১*; শরিফুল ২০-২-১০২-২, নোমান ৮-১-৫০-১, রেজাউর ১৫-১-৬৩-২, শাহিন ১৫-১-৭১-২, তানভির ১৫-১-৮২-০, রিশাদ ৮-১-৩৬-০)।
Discussion about this post