দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বিসিবি। একঝাঁক উদীয়মান ক্রিকেটার নিয়ে গঠিত এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কাড়া অনেক তরুণ মুখ।
সবচেয়ে বড় চমক ওয়াসি সিদ্দিক। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরুর দিকে ফর্মে না থাকলেও শেষ ছয় ম্যাচে অসাধারণ বোলিংয়ে নির্বাচকদের নজর কাড়েন এই ১৮ বছর বয়সী লেগস্পিনার। মাত্র ছয় ম্যাচে ১৬ উইকেট এবং একটি ম্যাচে একাই ৬ উইকেট তুলে নেওয়া ওয়াসিকে নিয়ে আশাবাদী নির্বাচকরা।
দলের অধিনায়ক হিসেবে রয়েছেন ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। তার অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণই তাকে আবারও এই ভূমিকায় ফিরিয়ে এনেছে।
তালিকায় আরও রয়েছেন টি-টোয়েন্টি অভিজ্ঞ রকিবুল হাসান, গত যুব বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি, ডিপিএলে ব্যাট হাতে দারুণ করা মাহফিজুল ইসলাম রবিন, আগ্রাসী অলরাউন্ডার জিসান আলম, ও প্রতিভাবান ব্যাটার আরিফুল ইসলাম।
বাংলাদেশ ইমার্জিং দল-
আকবর আলি (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিক, রকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল, আসাদুজ্জামান।
সিরিজ সূচি
ওয়ানডে সিরিজ (রাজশাহী)
১২ মে – ১ম ওয়ানডে
১৪ মে – ২য় ওয়ানডে
১৬ মে – ৩য় ওয়ানডে
চার দিনের ম্যাচ
২০ মে – ১ম ম্যাচ (চট্টগ্রাম)
২৭ মে – ২য় ম্যাচ (ঢাকা)
Discussion about this post