হংকং সিক্সেসের প্লেট ফাইনালে নাটকীয় এক ম্যাচে আজ শেষ বলে হারতে হলো বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছিল আকবর আলীর দল। তবে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে আইজাজ খানের ব্যাটিং তাণ্ডবে জয় হাতছাড়া হলো টাইগারদের।
ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম বলেই সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ফর্মে থাকা হাবিবুর রহমান সোহান। তবে অধিনায়ক আকবর আলী ও জিসান আলমের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দল। মাত্র ১১ বলে ১ চার ও ৭ ছয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন আকবর, যা আসে চতুর্থ ওভারে। শেষ দিকে আরও দুটি বল খেলে তিনি ৫১ রানে আউট হন। জিসান আলম ৭ বলে ২৭ এবং আবু হায়দার ৮ বলে ২৮ রান করেন। তোফায়েল আহমেদ অপরাজিত থাকেন ১০ রানে। সব মিলিয়ে নির্ধারিত ওভারে বাংলাদেশ তোলে ১২০ রানের চ্যালেঞ্জিং স্কোর।
লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে স্বাগতিক হংকং। আবু হায়দার প্রথম ওভারের তিন বলের মধ্যে দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখান। কিন্তু এরপর শুরু হয় আইজাজ খানের তাণ্ডব। মাত্র ১৫ বলে চারটি চার ও ছয়টি ছয়ে ৫৫ রান করে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
পঞ্চম ওভারে আবু হায়দার আরও দুটি উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি ফেরালেও শেষ মুহূর্তে আবারও মাঠে ফেরেন আইজাজ খান। শেষ ওভারে আকবর আলীকে টার্গেট করে একাই ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। শেষ বলে জয়সূচক ছয়সহ মোট পাঁচটি ছয় মারেন আকবরের এক ওভারেই।
২১ বলে ৪ চার ও ১১ ছয়ে ৮৫ রানে অপরাজিত থেকে আইজাজ খান হংকংকে এনে দেন রোমাঞ্চকর জয়। অন্য প্রান্তে নিজাকাত খান অপরাজিত থাকেন ৯ বলে ২৮ রানে। হংকং নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১২৩ রান তুলে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে দেয়।
বাংলাদেশের জন্য এটি ছিল প্লেট লেগে স্বপ্নভঙ্গের ম্যাচ আলীর দুর্দান্ত ইনিংসও শেষ পর্যন্ত পরাজয়ের আড়ালে মিলিয়ে গেল।










Discussion about this post