ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কয়েকজন ক্রিকেটারের করোনা উপসর্গ থেকে সতর্ক হয়ে উঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাড়তি সতর্কতায় ১০ ক্রিকেটারকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেয় তারা। এরপর এক ক্রিকেটার করোনা আক্রান্তের খবর মিলেছে। তিনি পেসার আবু জায়েদ রাহি। বিসিবির চিকিৎসকদের তত্বাবধায়নে রয়েছেন এই পেসার।
এই দুঃসংবাদের সঙ্গে স্বস্তির খবর আইসোলেশনে থাকা ৮ ক্রিকেটার আবারও ফিরেছেন অনুশীলনে। আইসোলেশনেই আছেন ইবাদত হোসেন। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন নি এই পেসার। একা একাডেমি মাঠে বুধবার অনুশীলন করছেন তিনি।
সবশেষ করোনায় পরীক্ষা এক দুইজন ক্রিকেটারের উপসর্গ দেখা দেয়। ১০ ক্রিকেটারকে আলাদা করে ফেলেছিল বিসিবি। ২০ সেপ্টেম্বর আইসোলেশনে যাওয়া সেই ক্রিকেটারদের মধ্যে বুধবার দলীয় অনুশীলনে ফিরেছেন-মোহাম্মদ মিঠুন, হাসান মাহমুদ, নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
একদিন আগে করোনা নেগেটিভ হলেও যোগ দেননি তরুণ ওপেনার সাইফ হাসান।
সব ঠিক থাকলে সামনের ২৭ সেপ্টেম্বর ৩ টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে মিরপুরে জৈব সুরক্ষা বলয়ে চলছে টাইগারদের অনুশীলন। স্কিল ক্যাম্পে ডাক পাওয়াদের নিয়ে ব্যস্ত হেড কোচ রাসেল ডমিঙ্গো।
Discussion about this post